পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রকাশ্যে 'গোলন্দাজ'-এর কাস্টিং - গোলন্দাজ বাংলা ছবি

দেবের পরবর্তী ছবি 'গোলন্দাজ' । ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রনাথ সর্বাধিকারীর বায়োপিক 'গোলন্দাজ' । প্রকাশ্যে এল ছবির প্রধান কাস্টিং ।

dev new film golondaj
dev new film golondaj

By

Published : Jan 25, 2020, 7:42 PM IST

কলকাতা : ধ্রুব ব্যানার্জির পরিচালনায় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিকে মুখ্য ভূমিকায় দেব । এই ছবির মাধ্যমেই SVF-এর সঙ্গে ফের গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেতা । সামনে এল ছবির প্রধান কাস্টিং । বেশ কয়েকটা সারপ্রাইজ় পেলেন দর্শক ।

প্রথম সারপ্রাইজ়..এই ছবিতে অভিনয় করতে চলেছেন শ্রীকান্ত আচার্য এবং বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি । নগেন্দ্রর বাবা সূর্যকুমার সর্বাধিকারীর চরিত্রে শ্রীকান্ত ।

দ্বিতীয় চমক হল ঈশা সাহার কাস্টিং । এই প্রথম দেবের বিপরীতে দেখা যাবে তাঁকে । নগেন্দ্রর স্ত্রী কমলিনীর ভূমিকায় অভিনয় করছেন ঈশা । তিনি আবার পরিচয়ে শোভাবাজারের রানিও । তাঁর লুকে তাই আভিজাত্যের ছোঁয়া ।

সৌজন্যে সোশাল মিডিয়া

এছাড়াও রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য । তাঁকে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের ভূমিকায় । রয়েছেন ইন্দ্রাশিস রায়, তাঁকে দেখা যাবে জিতেন্দ্রর ভূমিকায় ।

ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ, গানের কথা লিখেছেন শ্রীজাত । কবে মুক্তি পাবে এই ছবি ? জানতে মুখিয়ে দর্শক ।

ABOUT THE AUTHOR

...view details