কলকাতা : ক্যারিয়ারের শুরুটা যেমনই হোক, একটা সময়ের পর থেকে বিভিন্ন চরিত্রে এক্সপেরিমেন্ট করে চলেছেন দেব । তাই আজ তাঁর ঝুলিতে রোম্যান্টিক হিরো ছাড়াও অনেক চরিত্র । প্রথমবারের জন্য ফুটবলারের চরিত্রে অভিনয় করছেন তিনি । ফুটবলার নগেন্দ্রপ্রসাদের লুকে দেখা গেল দেবকে ।
দেব নিজে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ফার্স্ট লুক । লিখেছেন, "ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন কাহিনী অবলম্বনে আমার পরবর্তী সিনেমা গোলন্দাজের যাত্রা শুরু আজ থেকে, আপনাদের সকলের সহযোগিতা এবং আশীর্বাদ একান্ত কাম্য ।"