কলকাতা, 19 নভেম্বর: বাংলাদেশে (Bangladesh) পাড়ি দিল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ও দেব (Dev) অভিনীত বাংলা ছবি 'গোলন্দাজ' (Golondaaj)। শুক্রবারই বাংলাদেশে মুক্তি পেল এই ছবি ।
ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন অবলম্বনে নির্মিত বাংলা ছবি 'গোলন্দাজ'কে ভালোবেসেছে এপার বাংলার দর্শক । এবার সেই ছবি পাড়ি দিল ওপারে । প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, শুক্রবার বাংলাদেশে মুক্তি পেয়েছে দেব অভিনীত 'গোলন্দাজ' ।
এসভিএফ প্রযোজিত 'গোলন্দাজ' একটি ঐতিহাসিক কথাসাহিত্য ৷ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর গল্প আমাদের 1800 শতাব্দীতে নিয়ে যায় । ভারতীয় ফুটবল সংস্কৃতি গঠনে এবং 1892 সালের ট্রেডস কাপে ব্রিটিশদের বিরুদ্ধে নগেন্দ্রপ্রসাদের বীরত্বপূর্ণ জয়ের উপর আলোকপাত করে এই ছবির নির্মাণ ।
আরও পড়ুন:Bollywood on Farm Laws: "শিক্ষা নিক ভবিষ্যতের সরকার", কৃষি আইন প্রত্যাহারে খুশি বলিউড