মুম্বই, 10 নভেম্বর : দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis) ও সমীর ওয়াংখেড়ের বন্ধুত্বের কারণেই মুম্বইয়ে ফুলে ফেঁপে উঠতে পেরেছে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীরা ৷ ফের এমনই বিস্ফোরণ ঘটালেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik)৷ তাঁর হুমকি, এখনও আমার ঝুলিতে আরও কিছু বোমা রয়েছে ৷ তার মধ্যে কয়েকটা ফেলব বিধানসভায় ৷ যদিও তাঁর অভিযোগের প্রতিক্রিয়ায় তাঁকে কটাক্ষ করেছে বিজেপি ৷ তাদের দাবি, নবাবের বক্তব্য হাইড্রোজেন বোমা তো দূরস্ত, ফুলঝুরিও ছিল না ৷
এ দিকে, এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বাবা ধ্যানদেব ওয়াংখেড়ে এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন, বুধবার তার শুনানি হতে চলেছে বম্বে হাইকোর্টে ৷
অভিযোগ-পাল্টা অভিযোগ চলছিলই ৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের দাবি ছিল, তিনি দীপাবলির পর মন্ত্রী নবাব মালিক ও তাঁর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগসাজশের বিষয়ে নানা তথ্য তুলে ধরবেন ৷ তাঁর বক্তব্যের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নবাব মালিক বলেছিলেন, তিনি সত্যের হাইড্রোজেন বোমা ফাটিয়ে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে দেবেন্দ্রর যোগসাজশের কথা ফাঁস করে দেবেন ৷
সেই মতোই বুধবার সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তুলে ধরেন মহারাষ্ট্রের মন্ত্রী ৷ তিনি বলেন, শীর্ষ বিজেপি নেতার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের যোগাযোগ রয়েছে ৷ সমীর ওয়াংখেড়ের তদন্তে ভুয়ো নোট উদ্ধারে যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী হিসেবে ফড়নবীশ তাঁদের সুরক্ষা দিয়েছিলেন বলেও অভিযোগ করেন নবাব মালিক ৷