পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Dev : রঘু ডাকাতের চরিত্রে দেব, হাজির পোস্টার - দেব

এবার রঘু ডাকাতের (Raghu Dakat) চরিত্রে অবতীর্ণ হতে চলেছেন অভিনেতা দেব (Dev) ৷ এসভিএফ-এর সঙ্গে হাত মিলিয়ে এই ছবি করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) ৷

dev-to-act-as-raghu-dakat-poster-of-dhrubo-banerjees-film-released
রঘু ডাকাতের চরিত্রে দেব, হাজির পোস্টার

By

Published : Nov 4, 2021, 5:00 PM IST

কলকাতা, 4 নভেম্বর : এসভিএফ-এর সঙ্গে ফের হাত মেলালেন 'গোলন্দাজ' পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) এবং দেব । এবার রঘু ডাকাতের (Raghu Dakat) চরিত্রে দেখা যাবে দেবকে (Dev) ৷

বাংলা ছবিতে এ বার আবির্ভাব ঘটতে চলেছে রঘু ডাকাতের । বাংলার রবিনহুড রঘু ডাকাত যিনি নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন । দেশের আইন পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন তিনি । এই লোককাহিনি প্রায় সকলেরই জানা । কিন্তু তা এ বার আনুষ্ঠানিক ভাবে জানানোর দায়িত্ব নিয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফ, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং সুপারস্টার দেব ।

'গোলন্দাজ'-এর অসামান্য সাফল্যের কথা মাথায় রেখে এসভিএফ, ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং দেব মিলে তৈরি করতে চলেছেন বাংলা ছবি 'রঘু ডাকাত'। বাংলার ইতিহাস, ঐতিহ্য, সমাজব্যবস্থা সবই উঠে আসবে ছবিতে ।

আরও পড়ুন:Srabanti Chatterjee: রায়গঞ্জে কালীপুজোর উদ্বোধনে গিয়ে আপ্লুত শ্রাবন্তী

অষ্টাদশ শতকের যুগের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই গল্পে রঘু ডাকাতের ভূমিকায় দেখা যাবে দেবকে । পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় কাজ । কাহিনি পুনর্নির্মাণ করেছেন ধ্রুব স্বয়ং । তাঁর কথায়, “বাংলা চলচ্চিত্রের বাজারকে সর্বোত্তম স্তরে প্রসারিত করতে চাই । বড় পর্দার জাদুকে জীবন্ত করে তোলাই আমাদের উদ্দেশ্য । আমাদের বিশ্বাস, রঘু ডাকাতের গল্প বাঙালি দর্শক ভালোবাসবেন ।" ছবিটি মাল্টিপ্লেক্স-সহ শহর এবং গ্রামের মানুষকে প্রেক্ষাগৃহে নিয়ে যাবে বলে পরিচালকের দৃঢ় বিশ্বাস ।

রঘু ডাকাতের পোস্টার

আরও পড়ুন:Bodhan: ঐশ্বর্য-ঋতর বোধন চলছে ক্লিক-এ

সব দিক ঠিক থাকলে 'রঘু ডাকাত' আগামী বছরের মাঝামাঝিতেই ফ্লোরে যাবে । হাজির হয়েছে পোস্টার ।

আরও পড়ুন:Jai Kali Kalkatte Wali: শুটিং চলছে সোহম-নুসরতের জয় কালী কলকাত্তাওয়ালির

ABOUT THE AUTHOR

...view details