কলকাতা : পরিচালনায় কৌশিক গাঙ্গুলি, অভিনয়ে দেব-শুভশ্রী । আর কী চাই ? হল ভরানোর জন্য এই নামগুলোই যথেষ্ট । তবুও বহু বছর ধরে আটকে 'ধূমকেতু'-র মুক্তি । এটা সবার কাছেই খুব খারাপ লাগার একটা জায়গা । তবে সম্ভবত এই খারাপ লাগাটা বেশিদিন থাকবে না ।
প্রযোজক রানা সরকারের একটি টুইট দেখে এমনই ধারণা করা যাচ্ছে । কী লিখলেন তিনি ? রানা লিখেছেন, "আমার সঙ্গে দেব এবং এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সোনির খুবই আন্তরিক একটা আলোচনা হল । এখনও অবধি সবকিছুই ইতিবাচক । শীঘ্রই একটা ভালো খবরের অপেক্ষা করুন । জয় জগন্নাথ ।"