পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"জয় বাংলার জয়", বলছেন দেব - দেবের খবর

জন্মদিনেই মুক্তি পেল দেবের 'কমান্ডো' ছবির টিজ়ার । এই প্রথম বাংলাদেশি ছবিতে অভিনয় করছেন তিনি । জঙ্গি হামলাকে বানচাল করার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে 'কমান্ডো' দেব ।

Dev in commando
Dev in commando

By

Published : Dec 25, 2020, 8:08 PM IST

কলকাতা : আজ দেবের জন্মদিন । এই দিনে নিজের পরবর্তী ছবি 'কমান্ডো'-র টিজ়ার রিলিজ় করলেন অভিনেতা । ভক্তদের জানানো শুভেচ্ছা আর ভালোবাসার একটা রিটার্ন গিফ্ট যেন ।

বাংলাদেশের এক জঙ্গি সংগঠন বেশ একটা বড় মাপের ধামাকা করার পরিকল্পনা করেছে । ঢাকা, কুমিল্লা সহ একাধিক জায়গায় বিশাল হামলা করার ছক কষেছে তারা । এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করার জন্য ডাক পড়ল 'কমান্ডো' দেবের ।

বিশেষ চরিত্রে বরুণ

ছবির টিজ়ারটি শেয়ার করে দেব লিখেছেন, "অবশেষে অপেক্ষার অবসান, আপনাদের জন্য রইল আমার বাংলাদেশের প্রথম সিনেমা কমান্ডোর টিজার। আমার পাশে থাকার জন্য বাংলাদেশের সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখি আপনাদের এই সিনেমাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে।"

শুধু দেব নয়, 'কমান্ডো'-তে রয়েছেন টলিপাড়ার একাধিক অভিনেতা । বরুণ চন্দ্র, সুদীপ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা রয়েছেন এই সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় ।

দেখে নিন টিজ়ারটি...

ABOUT THE AUTHOR

...view details