কলকাতা : পরনে সাদা ধুতি ও পাঞ্জাবী । পাতা কেটে আঁচড়ানো চুল ও মুখে মোটা গোঁফ । আর এভাবেই চেয়ারে বসে রয়েছেন দেব । তবে দেবের থেকে বেশি নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী বসে রয়েছেন বলা যেতে পারে । হাতে চিত্রনাট্য নিয়ে তা পড়তে দেখা গিয়েছে তাঁকে ।
সম্প্রতি এই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন দেব । আর ছবির ক্যাপশনে লেখেন, "রিল ও রিয়েলের মধ্যে"।
লকডাউন শিথিল হওয়ার পর শুটিং শুরু করেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান সহ অন্যরা । কিন্তু, সেই সময় কোনও ছবির শুটিং শুরু করতে দেখা যায়নি দেবকে । তবে এবার 'গোলন্দাজ' ছবি দিয়ে কাজ শুরু করলেন তিনি ।
কয়েকদিন আগেই শুটিং শুরু করার একটা আভাস দিয়েছিলেন দেব । কোচের সঙ্গে মাঠে ফুটবল প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল তাঁকে । আর এবার শুটিং ফ্লোর থেকেই নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী চরিত্রে শুটিং করলেন তিনি ।
'গোলন্দাজ' ইশা সাহাকে দেখা যাবে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রী কমলিনীর ভূমিক়ায় । দেবের অনস্ক্রিন বাবা, সূর্য কুমার সর্বাধিকারীর ভূমিকায় থাকবেন শ্রীকান্ত আচার্য । অন্যদিকে ইন্দ্রাশিস আচার্যকে দেখা যাবে জিতেন্দ্রর চরিত্রে । আর নগেন্দ্র প্রসাদের ভাই তথা বন্ধু বিনোদের চরিত্রে অভিনয় করছেন জন ভট্টাচার্য । এবং স্বাধীনতা সংগ্রামী ভার্গবের চরিত্রে অভিনয় করছেন অনির্বান ভট্টাচার্য ।