কলকাতা, 12 সেপ্টেম্বর : রূপকথার রাজ্যে পাড়ি দেওয়ার দিন আসন্ন । এই পুজোয় দর্শকের দরবারে আসছে দেব প্রযোজিত ও অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'। ছবির ট্রেলার লঞ্চ হল শনিবার । ট্রেলারটি বেশ মনে ধরেছে দর্শকদের ৷ ব্যাকগ্রাউন্ড থেকে বোম্বাগড়ের রাজার গল্প শোনাচ্ছেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ গোটা সেটটিও বেশ নজরকাড়া ৷ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রযোজক দেব, 'হবুচন্দ্র রাজা' শাশ্বত চট্টোপাধ্যায় ও 'গবুচন্দ্র মন্ত্রী' খরাজ মুখোপাধ্যায় ।
ঠিকই ধরেছেন ৷ এই ছবিতে রাজা হবুচন্দ্রর চরিত্রে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায় । এই রাজা রানির কথা মেনে চলেন সবসময় । রানির চরিত্র ফুটিয়ে তুলবেন অর্পিতা চট্টোপাধ্যায় ৷ এই ছবিতে অভিনয় করতে পেরে আপ্লুত শাশ্বত ৷ তিনি বলেন, "ছোটবেলায় রূপকথার গল্প যা পড়েছিলাম, তা এ বার চাক্ষুষ করলাম । এটা আমার একটা বড় প্রাপ্তি । আমি হলফ করে বলতে পারি, এই ছবি থেকে অন্য রকম ভাল কিছু পাওয়া যাবে ।"
রাজার বেশ ধারণ করে কেমন লাগল ? শাশ্বতর জবাব, "রাজা হতে কে না চায় ? ভালই লেগেছে রাজা সেজে । তবে ওই চুল, মুকুট, ভারী পোশাক পরে অসুবিধা হয়েছে একটু । সেটা তেমন কিছু না । দর্শকের ভাল লাগলেই আমাদের প্রাপ্তি হবে ।"
আরও পড়ুন:Taranga: অসুখওয়ালা পলাশের তরঙ্গে গা ভাসাবেন সোহিনী-রণজয়
প্রযোজক দেবেরও ভূয়সী প্রশংসা করেছেন রাজা হবুচন্দ্র ৷ তিনি বলেন, "এমন একখানা ছবি বানানোর সাহস দেখিয়েছেন প্রযোজক দেব । আমরা কেউ জানি না এর পিছনে যতখানি খরচ হয়েছে, তা আদৌ উঠে আসবে কি না । দেবও এই বিষয়ে সন্দিহান । নিজেও ব্যাপারটা নিয়ে ভেবেছেন অনেক । কিন্তু আবার একদিন নিজেই বলেন, একবারই তো করব 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী', বারবার তো করব না । ছবিটা তো থেকে যাবে । কিছু মানুষ তো দেখবে । করেই ফেলি । কোনও জায়গায় কোনও ত্রুটি রাখেননি দেব । এত বড় সেটে শ্যুটিং করানো চাট্টিখানি কথা নয় । দেব খুব সাহসী প্রযোজক ।"