কলকাতা : কয়েকদিন আগেই রুক্মণী মৈত্রর সঙ্গে দুবাইতে গিয়েছিলেন দেব । তবে কোনও সিনেমার শুটিংয়ের জন্য নয় । আসলে ছুটি কাটাতেই সেখানে যান তাঁরা । পাশাপাশি এই মুহূর্তে সেখানে IPL (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)-এর আয়োজন করা হয়েছে । তাই ঘোরার সঙ্গে খেলা দেখার আনন্দও নেন তাঁরা ।
এদিকে দুর্গাপুজো এসে গিয়েছে । তার মধ্যে ত্বকের পরিচর্যা না করলে কখনও হয় ! তাই পুজোর মধ্যে ত্বক ঠিক রাখতে বাড়িতে ফিরেই সোজা স্পা করলেন দেব । তবে কোনও পার্লারে গিয়ে নয়, বাড়িতে বসেই হাতে স্পা করালেন তিনি । তাও আবার একজন কাছ থেকে । আর সেই ভূমিকায় দেখা গিয়েছে ছোট্ট আমাইরাকে । সে অবশ্য সম্পর্কে রুক্মিণীর ভাইঝি । আর সেই মুহূর্তের ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন দেব ।
ভিডিয়োতে দেবের হাতে মাসাজ করতে দেখা গিয়েছে আমাইরাকে । একটা হাত হয়ে যাওয়ার পর আরও একটি হাতে মাসাজ করে সে । মাসাজ শেষে দেবের ঠোঁটে লিপবাম লাগিয়ে দেয় । কিন্তু, স্পায়ের পর যে পার্লারে ঠোঁটে লিপবাম লাগিয়ে দেয় না তা জানা ছিল না আমাইরার । যাই হোক না কেন নিজের মতো করেই অভিনেতাকে স্পা করে দেয় সে ।
তবে সম্পূর্ণ কথোপকথন হিন্দিতে করতে দেখা গিয়েছে তাঁদের । এমনকী, দেবকে হিন্দিতেই উত্তর দেয় আমাইরা ।
দেবের সঙ্গে আমাইরার সম্পর্ক খুবই ভালো । এর আগেও ছোট্ট আমাইরার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে । তার নাচের ভিডিয়ো থেকে শুরু করে বিভিন্ন পারফরম্যান্সের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন দেব । এমনকী, কয়েকদিন আগে একে অপরের সঙ্গে খেলাতেও মেতে উঠেছিলেন তাঁরা ।