পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Soumitra Chatterjee: স্মরণে সৌমিত্র চট্টোপাধ্যায়, আবেগে ভাসলেন প্রিয়জনেরা

সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন তাঁর খুব কাছের তিন জন ৷ দেব চট্টোপাধ্যায় (Dev Chatterjee), জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Jayjit Banerjee) ও সামন্তক দ্যুতি মৈত্র (Samontak Dyuti Maitra)৷

dev chatterjee, Jayjit Banerjee and Samontak Dyuti Maitra recalls Soumitra Chatterjee on his death anniversary
স্মরণে সৌমিত্র চট্টোপাধ্যায়, আবেগে ভাসলেন প্রিয়জনেরা

By

Published : Nov 15, 2021, 7:16 PM IST

Updated : Nov 16, 2021, 1:27 PM IST

কলকাতা, 15 নভেম্বর: টলিউডের অভিভাবক তিনি । তাঁকে ঘিরে স্মৃতি অফুরান । সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে খুব কাছ থেকে দেখেছেন এমন তিনজনের স্মৃতিচারণা রইল এই কলমে ।

বাস্তবে যে ভূমিকা এতদিন পালন করতেন সেই ভূমিকাতেই পরমব্রত চট্টোপাধ্যায় নির্মিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করেছেন অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায় (Dev Chatterjee)। নাট্যদল 'মুখোমুখি'র সঙ্গে বহুদিন থেকে জড়িত তিনি । গতকাল আকাদেমিতে মঞ্চস্থ হয় 'দুটি কাপুরুষের কথা' এবং 'টাইপিস্ট'। 'দুটি কাপুরুষের কথা' নাটকে অভিনয় করেন দেব । আজ 15 নভেম্বর স্যারের প্রয়াণ দিবসে তিনি ভাগ করে নিলেন কিছু স্মৃতি ।

ইটিভি ভারতকে দেবনাথ বলেন, "স্যারকে ঘিরেই আমার অভিনয় জীবন । অ্যাসিস্ট্যান্ট ছিলাম স্যারের । স্যার খেতে এবং খাওয়াতে দুইই ভালোবাসতেন । আর তেলেভাজা খেতে খুব ভালোবাসতেন । বিশেষ করে চপ আর সিঙাড়া । তবে, পরিমিত খেতেন । দুটোর বেশি নয় । সিঙাড়া আবার বাঙালি দোকানের হতে হবে । অবাঙালি দোকানের হলে চলবে না তাঁর । একসঙ্গে দুটো খেতেন । এমন একজন মানুষের সান্নিধ্যে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি আমি । সবাই কোনও কাজে বেরনোর আগে আরাধ্য দেবতার ছবিতে প্রণাম করেন । আর আমি প্রণাম করি স্যারের ছবিতে । মনে মনে বলি, একটু দেখবেন স্যার । স্যার পৌলমীদি'র কাছে আমার কাজের প্রশংসা করতেন । এটাই আমার বড় পাওয়া । আমাকে নিয়ে কে লিখল, কে লিখল না, তা নিয়ে আমার বিন্দুমাত্র চিন্তা নেই । ওই মানুষটি আমার কাজের তারিফ করাটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া । আরও বড় পাওয়া আমি স্যারের অস্থিতে গঙ্গাজল দিতে পেরেছিলাম । আমার সারাজীবন মনে থাকবে সেই মুহূর্তটা । দলের কর্ণধার বিলু দত্ত, স্যারের নিজের ছেলে বুবুদা, আমি এবং 'সংস্তব' নাট্যদলের অভিনেতা অর্ঘদা - এই চারজন আমরা স্যারের অস্থিতে গঙ্গাজল দিই । আমার বাড়ির সব ঘরে স্যারের ছবি । আমার সঙ্গে উনি সবসময় আছেন ৷ কোথাও যাননি ।"

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন:Soumitra Chatterjee: টলিউডের অভিভাবকহীনতার এক বছর, গানে-নাটকে সৌমিত্র-স্মরণে পরিবার

অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Jayjit Banerjee) সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করে বলেন, "আমি কিছু টেলিভিশনের কাজ করেছি তাঁর সঙ্গে । যতক্ষণ মেকআপ রুমে থাকতেন, গল্প হত অনেক । আমি শ্রোতা হিসেবেই থাকতাম । অনেকে থাকত সেখানে । তিনি যখন বলতেন নিজেকে খুব ক্ষুদ্র মনে হত । কত কী যে শেখার আছে তাঁর কাছ থেকে ! আমি একটা প্রোডাকশন হাউস করেছিলাম বন্ধুদের নিয়ে । সেখানে একটা শর্ট ফিল্মে তিনি কাজ করেছিলেন । অনেককিছুই পেয়েছি অভিনয় জীবনে । এটা আমার কাছে সেরা পাওয়া ছিল । খুব খুব খুব ভাল থেকো সৌমিত্র জেঠু ।"

সামন্তকের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়

আরও পড়ুন:'বেলাশুরু' আর দেখে যেতে পারলেন না সৌমিত্রদা : শিবপ্রসাদ মুখোপাধ্যায়

শিশুশিল্পী সামন্তক দ্যুতি মৈত্র (Samontak Dyuti Maitra) বেশ কয়েকটি ছবিতে কাজ করেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে । তার কথায়, "অভিনয়ে ভুল হলে বকত, ভাল হলে প্রশংসা করত । একদম নিজের দাদুর মতো মনে হত । এত বড় একজন মানুষ একবারও ভয় হত না কাছে যেতে । ঠিক যেন নিজের দাদু ! অনেক গল্প করত । সৌমিত্র দাদু যেখানেই থাকুন ভাল থাকুন ।"

সৌমিত্র স্মরণে প্রিয়জনেরা

ভারাক্রান্ত মনে তিন অভিনেতার কাছ থেকেই পাওয়া গেল একইরকম অনুভূতি । সবারই একটাই প্রার্থনা, যেখানেই থাকুন ভাল থাকুন সৌমিত্র চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন:"সৌমিত্র চট্টোপাধ্যায়দের মৃত্যু হয় না" স্মৃতিচারণায় মুখ্যমন্ত্রী

Last Updated : Nov 16, 2021, 1:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details