কলকাতা : শরীরটা ঠিক ভালো নেই সোহম চক্রবর্তীর । কয়েকদিন আগে হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে । তবে এখন তিনি অনেকটাই সুস্থ । আর এর মাঝে শরীর ঠিক রাখার জন্য হঠাৎই তাঁকে হরলিক্স খাওয়ার পরামর্শ দিলেন অভিনেতা ও সাংসদ দেব অধিকারী । তাও আবার টুইটারে । যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায় ।
তবে গোটা বিষয়টি হয়েছে মজার ছলে । আসলে সম্প্রতি সোহম ও তাঁর তানিয়ার অষ্টম বিবাহবার্ষিকী ছিল । আর সেই উপলক্ষ্যে সোশাল মিডিয়ায় তানিয়ার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন সোহম । লেখেন, "দেখতে দেখতে আটটা বছর কেটে গেল । এখনও অনেক বছর বাকি । সব কিছুর জন্য পুচকু তোমাকে ধন্যবাদ । আমি তোমাকে খুব ভালোবাসি ।"
আর সোহম এই পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন অনুরাগীরা । সবাই শুভেচ্ছা জানান অভিনেতাকে । আর ঠিক সেই সময় সেই পোস্টে কমেন্ট করেন দেব । তিনি লেখেন, "আরও 80 বছর কাটানোর জন্য সাবধানে থাক...বেশি বেরোস না...নিজের খেয়াল রাখ । দরকার পড়লে একটু হরলিক্স খা ।" এই লেখার শেষে একটা হাসির ইমোজি দেন তিনি । আর এই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই কমেন্ট । আর পোস্টের শেষে এই দম্পতিকে ভালোবাসা জানান দেব ।
আসলে শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সোহম । 'ছোটো বউ' ছবিতে তাঁর সংলাপ 'একটু হরলিক্স দাও, চেটে চেটে খাব', এখনও বেশ জনপ্রিয় । এই সংলাপ নিয়ে একাধিক মিমও তৈরি করা হয়েছে । আর এবার এনিয়ে সোহমের সঙ্গে মজা করলেন দেব ।