মুম্বই, 24 অক্টোবর: আরিয়ান খান (Aryan Khan) মাদক মামলায় চাঞ্চল্যকর মোড় ৷ এই তদন্তের নেতৃত্বে থাকা নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুললেন এক সাক্ষী ৷ তাঁর অভিযোগ, ব্যক্তিগত গোয়েন্দা কেপি গোসাভির (KP Gosavi) সঙ্গে স্যাম ডি'সুজা নামে এক ব্যক্তির 18 কোটি টাকার চুক্তি হয়েছিল ৷ এর মধ্যে থেকে 8 কোটি টাকা যাওয়ার কথা ছিল ওয়াংখেড়ের পকেটে ৷ আরিয়ান খানের মুক্তির বিনিময়ে 25 কোটি টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে ৷ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শীর্ষ এনসিবি কর্তা ৷ তিনি এই অভিযোগের যোগ্য জবাব দেবেন বলে দাবি করেছেন ৷
আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর তাঁর সঙ্গে সেলফি তুলে ভাইরাল হয়েছিলেন কেপি গোসাভি ৷ তাঁর ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিজেকে দাবি করে প্রভাকর সেইল (Prabhakar Saeel) হলফনামা দিয়ে অভিযোগ করেছেন, কেপি গোসাভির সঙ্গে স্যাম ডি'সুজার 18 কোটি টাকার একটি চুক্তি হয়েছিল ৷ তার থেকে 8 কোটি টাকা পাওয়ার কথা ছিল সমীর ওয়াংখেড়ের ৷ নগদ টাকা গোসাভির হাত থেকে পেয়ে স্যামের হাতে তুলে দিয়েছিলেন বলেও দাবি করেছেন প্রভাকর ৷
6 অক্টোবর এনসিবির জারি করা প্রেস রিলিজে সাক্ষী হিসেবে নাম ছিল প্রভাকরের ৷ 2 অক্টোবর প্রমোদতরীতে এনসিবি হানার ঘটনার যে 9 জন স্বাধীন সাক্ষীর উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যেই ছিল তাঁর নাম ৷ প্রভাকরের আরও অভিযোগ, এক মধ্যস্থতাকারীকে দিয়ে আরিয়ানের মুক্তিপণ হিসেবে 25 কোটি টাকা দাবি করা হয়েছিল ৷ তাঁকে সমীর ওয়াংখেড়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন বলেও অভিযোগ প্রভাকরের ৷
আরও পড়ুন:Ananya Panday : এনসিবি-র দফতরে পৌঁছতে দেরি, অনন্যার কপালে জুটল তিরস্কার