পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Aryan Khan: আরিয়ানের মুক্তির জন্য ₹25 কোটি দাবি ! ঘুষ নিয়েছেন ওয়াংখেড়েও ? - মাদক মামলা

আরিয়ান খানের (Aryan Khan) মুক্তির জন্য 25 কোটি টাকা দাবি করা হয়েছে এক মধ্যস্থতাকারীকে দিয়ে ৷ ঘুষ নিয়েছেন সমীর ওয়াংখেড়েও (Sameer Wankhede)৷ এমনই বিস্ফোরক এক দাবি করলেন মাদক মামলার (Drugs Party Case) সাক্ষী প্রভাকর সইল (Prabhakar Saeel) ৷

Demand of Rs 25 crore to free Aryan khan; arbitrator Prabhakar Saeel alleged in Drugs Party case
আরিয়ানের মুক্তির জন্য ₹25 কোটি দাবি ! ঘুষ নিয়েছেন ওয়াংখেড়েও ?

By

Published : Oct 24, 2021, 3:16 PM IST

মুম্বই, 24 অক্টোবর: আরিয়ান খান (Aryan Khan) মাদক মামলায় চাঞ্চল্যকর মোড় ৷ এই তদন্তের নেতৃত্বে থাকা নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুললেন এক সাক্ষী ৷ তাঁর অভিযোগ, ব্যক্তিগত গোয়েন্দা কেপি গোসাভির (KP Gosavi) সঙ্গে স্যাম ডি'সুজা নামে এক ব্যক্তির 18 কোটি টাকার চুক্তি হয়েছিল ৷ এর মধ্যে থেকে 8 কোটি টাকা যাওয়ার কথা ছিল ওয়াংখেড়ের পকেটে ৷ আরিয়ান খানের মুক্তির বিনিময়ে 25 কোটি টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে ৷ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শীর্ষ এনসিবি কর্তা ৷ তিনি এই অভিযোগের যোগ্য জবাব দেবেন বলে দাবি করেছেন ৷

আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর তাঁর সঙ্গে সেলফি তুলে ভাইরাল হয়েছিলেন কেপি গোসাভি ৷ তাঁর ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিজেকে দাবি করে প্রভাকর সেইল (Prabhakar Saeel) হলফনামা দিয়ে অভিযোগ করেছেন, কেপি গোসাভির সঙ্গে স্যাম ডি'সুজার 18 কোটি টাকার একটি চুক্তি হয়েছিল ৷ তার থেকে 8 কোটি টাকা পাওয়ার কথা ছিল সমীর ওয়াংখেড়ের ৷ নগদ টাকা গোসাভির হাত থেকে পেয়ে স্যামের হাতে তুলে দিয়েছিলেন বলেও দাবি করেছেন প্রভাকর ৷

6 অক্টোবর এনসিবির জারি করা প্রেস রিলিজে সাক্ষী হিসেবে নাম ছিল প্রভাকরের ৷ 2 অক্টোবর প্রমোদতরীতে এনসিবি হানার ঘটনার যে 9 জন স্বাধীন সাক্ষীর উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যেই ছিল তাঁর নাম ৷ প্রভাকরের আরও অভিযোগ, এক মধ্যস্থতাকারীকে দিয়ে আরিয়ানের মুক্তিপণ হিসেবে 25 কোটি টাকা দাবি করা হয়েছিল ৷ তাঁকে সমীর ওয়াংখেড়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন বলেও অভিযোগ প্রভাকরের ৷

আরও পড়ুন:Ananya Panday : এনসিবি-র দফতরে পৌঁছতে দেরি, অনন্যার কপালে জুটল তিরস্কার

গোসাভি নিখোঁজ বলে দাবি করে তিনি জানিয়েছেন, এই হলফনামা দেওয়ার জন্য তিনি নিজের জীবন নিয়ে আশঙ্কায় রয়েছেন ৷ যদিও এনসিবি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে একটি সূত্র ৷ তাঁর দাবি, এনসিবির-র ভাবমূর্তি নষ্ট করার জন্যই এমন দাবি করা হচ্ছে ৷ অফিসে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং সেখানেই দেখা যাচ্ছে যে, এ রকম কিছুই ঘটেনি ৷ এই হলফনামা বিশেষ এনডিপিএস আদালতে তুলে তার জবাব দেওয়া হবে বলেও এনসিবি জানিয়েছে, দাবি সূত্রের ৷

আরও পড়ুন :Ananya Panday: মাদক মামলায় আরিয়ানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে অনন্যাকে জিজ্ঞাসাবাদ এনসিবি'র

এই মামলায় এখনও আর্থার রোড সংশোধনাগারে বন্দি রয়েছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ৷ 20 অক্টোবর ফের তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত ৷ মাদক মামলায় আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সূত্র পেয়ে চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডেকেও দু‘দফায় জেরা করেছে এনসিবি ৷

আরও পড়ুন :শাহরুখ খানকে "দ্বিতীয় বাবা" মনে করেন এই অভিনেত্রী...

ABOUT THE AUTHOR

...view details