পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Kangana Ranaut: আদালতে আস্থা নেই, হাজিরা দিয়ে মামলা সরানোর আর্জি কঙ্গনার

মানহানি মামলায় (Defamation Case) আজ আন্ধেরি মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ৷ সেখানে মুখোমুখি দেখা গেল তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা জাভেদ আখতারকেও (Javed Akhtar)৷

defamation-case-filed-by-javed-akhtar-Kangana Ranaut-seeks-transfer-of-case
আদালতে আস্থা নেই, হাজিরা দিয়ে মামলা সরানোর আর্জি কঙ্গনার

By

Published : Sep 20, 2021, 5:20 PM IST

Updated : Sep 20, 2021, 6:40 PM IST

মুম্বই, 20 সেপ্টেম্বর: বারবার সমন পাঠালেও নানা কারণ দেখিয়ে তিনি আদালতে হাজিরা দেননি ৷ এবার হাজিরা না-দিলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল মুম্বই আদালত ৷ তারই প্রেক্ষিতে আজ আন্ধেরি আদালতে (Andheri Metropolitan Court) হাজির হলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ৷ আন্ধেরি মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতের কোর্টরুমে মুখোমুখি দেখা গেল তাঁকে ও তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ (Defamation Case) আনা গীতিকার জাভেদ আখতারকে (Javed Akhtar) ৷ এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 15 নভেম্বর ৷

কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি (Rizwan Siddiqui) এদিন আদালতকে জানান, এই মামলা অন্য আদালতে সরিয়ে নেওয়ার জন্য চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন জানানো হয়েছে ৷ সিদ্দিকির কথায়, এই মামলার শুনানির প্রেক্ষিতে আদালতের উপর আস্থা হারিয়েছেন অভিনেত্রী ৷ সেই কারণে তিনি মামলাটি অন্য আদালতে সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন ৷ এই মামলার শুনানি হবে আগামী 1 অক্টোবর ৷ এ ছাড়াও জাভেদ আখতারের বিরুদ্ধে তোলাবাজি ও ভয় দেখানোর পাল্টা অভিযোগও কঙ্গনা দায়ের করেছেন বলে জানিয়েছেন সিদ্দিকি ৷ তাঁর অভিযোগ, কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ যেখানে তাঁর অজানা ও জামিনযোগ্য, সেখানে তিনি হাজিরা না-দিলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে বলে নির্দেশ জারি করার মাধ্যমে আদালত তাঁকে হুমকি দিয়েছে ৷ সিদ্দিকির দাবি, এ রকম অভিযোগের ক্ষেত্রে অভিযুক্তকে নিয়মিত প্রত্যেকটি শুনানিতে হাজিরা দেওয়ার প্রয়োজন পড়ে না ৷

আরও পড়ুন:Kangana Ranaut: জাভেদ আখতারের মামলায় হাজিরা না-দিলে কঙ্গনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এ দিকে, কঙ্গনার এই নয়া অভিযোগের বিরুদ্ধে পাল্টা সওয়াল করেছেন জাভেদ আখতারের আইনজীবী জয় ভরদ্বাজ ৷ তাঁর অভিযোগ, নতুন নতুন অভিযোগ সামনে এনে মূল মামলাটিকে দেরি করিয়ে দিতে চাইছেন অভিনেত্রী ৷ মামলা সরিয়ে নেওয়ার আর্জির শুনানির পর আগামী 15 সেপ্টেম্বর এই মূল মামলার আবার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারক ৷

আরও পড়ুন:Kangana Ranaut: জাভেদ আখতারের মানহানি মামলায় আদালতে ধাক্কা কঙ্গনার

এর আগে, গত 14 সেপ্টেম্বর আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হলেও হাজির হতে পারেননি কঙ্গনা ৷ তাঁর আইনজীবী আদালতের কাছে আর্জি জানান যে, শারীরিকভাবে অসুস্থ থাকায় অভিনেত্রীকে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হোক ৷ আদালতে অভিনেত্রীর একটি মেডিক্যাল সার্টিফিকেটও দাখিল করেন তাঁর আইনজীবী ৷ সেখানে বলা হয়, নিজের ছবির প্রচারে ব্যস্ত কঙ্গনার শরীরে কোভিড 19-এর উপসর্গ দেখা দিয়েছে ৷ কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) এই যুক্তি মেনে নিলেও তাঁকে সতর্ক করে মুম্বইয়ের আদালত ৷ পরের শুনানি 20 সেপ্টেম্বর তিনি আদালতে উপস্থিত না-হলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করা হবে বলে হুঁশিয়ারি দেয় আদালত ৷

আরও পড়ুন:Nusrat Jahan : যে বাবা, সে জানে সে-ই বাবা; স্পষ্ট নুসরত

Last Updated : Sep 20, 2021, 6:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details