পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Deepika-SRK shoot Pathaan song in Spain: স্পেনে পাঠানের গান শুটে রোম্যান্স শাহরুখ-দীপিকার, কী বললেন রণবীর ? - স্পেনে শাহরুখ খান দীপিকা পাড়ুকোন

পাঠানের একটি গানের শুটিংয়ের জন্য স্পেনে গিয়েছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (Deepika SRK shoot Pathaan song in Spain) ৷ জানালেন রণবীর সিং (Ranveer Singh on Pathaan)৷

deepika-srk-shoot-pathaan-song-in-spain-ranveer-says-she-will-set-screens-on-fire-video
স্পেনে পাঠানের গান শুটে রোম্যান্স শাহরুখ-দীপিকার, কী বললেন রণবীর ?

By

Published : Mar 11, 2022, 2:46 PM IST

হায়দরাবাদ, 11 মার্চ:তাঁদের আপকামিং ফিল্ম পাঠানে ফের স্ক্রিন শেয়ার করছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika SRK shoot Pathaan song in Spain) ৷ সেই ছবিরই শুটিংয়ের জন্য তাঁরা বর্তমানে স্পেনে ৷ ছবির কাজ কতদূর এগিয়েছে, তা নিয়ে নির্মাতারা নীরবতা পালন করছেন ৷ তবে দীপিকার হাবি রণবীর সিং (Ranveer Singh on Pathaan) এই ফিল্ম সম্পর্কে একটি দারুণ আপডেট শেয়ার করলেন ৷

সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের সঙ্গে একটি লাইভ চ্যাট সেশন করেছেন রণবীর (Ranveer Singh latest news) ৷ সেখানেই তিনি কিং খান ও দীপিকার আসন্ন ফিল্ম নিয়ে মুখ খুলেছেন ৷ তিনি জানান, স্পেনের মালোর্কাতে কোনও এক নৈস্বর্গিক লোকেশনে একটি রোম্যান্টিক গানের শুটিংয়ে ব্যস্ত শাহরুখ ও দীপিকা ৷

লাইভ চ্যাটে দীপিকা ও পাঠানের কথা উঠতেই রণবীর কোনওরকম রাখঢাক না করে বলেন, "আমার স্ত্রী এখন শহরের বাইরে ৷ যশ রাজের পাঠানের শুটিংয়ের জন্য সে কিং শাহরুখ খান ও জন আব্রাহামের সঙ্গে স্পেনে গিয়েছে ৷ ও আমায় বলছিল, 'মাই গড বেবি, জনের বডিটা একবার দেখো ৷' আমি বললাম, ইয়াহ বেবি, আমি জানি ৷ ওর একটা হট বডি আছে ৷"

আরও পড়ুন:SRK New Look : 'পাঠান'-এ কেমন হতে চলেছে বাদশার অবতার ? জল্পনার মাঝে প্রকাশ্য়ে নয়া লুক

ফিল্মের সম্পর্কে আরও সবিস্তার তথ্য দিয়ে রণবীর বলেন, মালোর্কাতে পাঠানের একটি দুরন্ত গানের শুটিং হচ্ছে (Ranveer Singh on SRK Deepika Pathaan song) ৷ সিম্বা স্টারের কথায়, "আমি গানটা শুনেছি ৷ দারুণ ৷ সিদ আনন্দ ও বিশাল-শেখরের গান ৷ আমার মনে হয় বৈভবী মার্চেন্ট ম্যাম গানটির শুটিং করাচ্ছেন ৷ তিনিও দীপিকার সঙ্গে স্পেনে আছেন ৷"

পাঠানে দীপিকার লুক নিয়ে উচ্ছ্বসিত হাবি রণবীর (Ranveer Singh on Deepika Pathaan look) বললেন, "ওর স্বামী হওয়ার সুযোগে আমি ওর লুকটা এক ঝলক দেখার সুযোগ পেয়েছি ৷ দারুণ মানিয়েছে ৷ আপনাদের সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৷ দীপিকাকে জ্বালাময়ী ও সুপার গ্ল্যামারাস দেখাচ্ছে ৷ শালিনা ওর স্টাইলিং করছে ৷ আমি যেটুকু দেখেছি, তাতে মনে হয়েছে আগ লগ জায়েগি স্ক্রিন পে ৷ এটাই আমার স্ত্রীর আপডেট ৷"

আরও পড়ুন:SRK John Deepika off to Spain : 'পাঠান'-এর শ্যুটিংয়ের জন্য স্পেনে পাড়ি শাহরুখ-জন-দীপিকার

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামের পাঠান (Pathaan latest news) মুক্তি পাওয়ার কথা 2023 সালের 25 জানুয়ারি ৷ হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাবে সিদ্ধান্ত আনন্দের স্পাই থ্রিলার ৷ 2018 সালের জিরোর পর এটাই এসআরকে-র প্রথম ফিল্ম ৷ তাই এই ছবি নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে ভক্তদের ৷

ABOUT THE AUTHOR

...view details