হায়দরাবাদ (তেলেঙ্গানা), 31 জানুয়ারি:এ বারবিগ বস 15-এর আসরে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone on Bigg Boss 15 finale)৷ না, তিনি সলমন খানের শোয়ে প্রতিযোগী হিসেবে যাননি ৷ গিয়েছেন তাঁর আপকামিং ফিল্ম গেহরাইয়াঁর প্রচারে (Deepika Padukone Gehraiyaan promotions)৷ বিগ বস 15-এর গ্র্যান্ড ফিনালের আসরে তাঁর সঙ্গে থাকবেন ছবির নায়ক সিদ্ধান্ত চতুর্বেদীও ৷ আজ রাতে সম্প্রচারিত হবে বিগ বস 15-এর গ্র্যান্ড ফিনালে (BB15 grand finale)৷ সেখানে সবার নজর থাকবে দীপিকা পাড়ুকোনের এক লাখি আউটফিটের দিকে ৷
রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিগ বস 15 গ্র্যান্ড ফিনালের লুক (Deepika Padukone Bigg Boss finale look) পোস্ট করেছেন দীপিকা পাড়ুকোন ৷ ফরাসি ডিজাইনার অ্যালেক্সান্ডার ভৌথিয়েরের কালো ব্লেজার ড্রেসে দেখা যাবে পিকু স্টারকে ৷ সঙ্গে গুচির অ্যাঙ্কল স্ট্র্যাপ-সহ পেনসিল হিল স্যান্ডাল ৷ দীপিকাকে (Deepika Padukone attends Bigg Boss 15 finale) সাজিয়েছেন শালিনা নাথানি ৷
আরও পড়ুন:Deepika Padukone New Look : এবার বডিকন পোশাকে অনুরাগীদের মনে ঝড় তুললেন দীপিকা