কলকাতা : মে মাসের ৯ তারিখ থেকে কলকাতায় শুটিং শুরু করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। কলকাতার বিভিন্ন জায়গায় চলেছে ছবির শুটিং। শুটিংয়ের সেই যাত্রা শেষ হল বোলপুরে, ২৮ মে। আর তারপরই নাসিরুদ্দিন শাহ ফেরত গেলেন মুম্বইতে।
শহরে নাসির। সঙ্গে সৌমিত্র। আশপাশের লোকেরা, যাঁরা শুটিং দেখেছেন উপভোগ করেছেন প্রত্যেকেই। দুই কিংবদন্তিকে স্বচক্ষে দর্শন করা, সে তো সৌভাগ্যের ব্যাপার। কিছু গ্রামের দৃশ্য আছে ছবিতে। ছবিতে দিল্লির এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। অনুশা মজুমদারকে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রীয়ের চরিত্রে। বিশপের কন্যার চরিত্রে অভিনয় করেছেন অমৃতা চট্টোপাধ্যায় এবং বিশপের চরিত্রে অভিনয় করেছেন পার্থপ্রতিম মজুমদার।
এখানেই শেষ নয়। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অ্যাসিস্ট্যান্টের চরিত্রে দেখা যাবে বিপ্লব গাঙ্গুলিকে। রয়েছেন শুভ্রজিৎ দত্ত, স্মরণ চট্টোপাধ্যায়। কুনালের চরিত্রে অভিনয় করেছেন শ্রমন চট্টোপাধ্যায়। বলা যেতে পারে এক ঝাঁক বাঙালি অভিনেতা অভিনেত্রী।
ছবি সম্পর্কে ETV Bharatএর সঙ্গে তাঁদের বক্তব্য শেয়ার করলেন পরিচালক শৈবাল মিত্র। বললেন, "এই ছবিটি থেকে অনেক কিছু শিখছি। প্রতিটা মুহূর্তকে উপভোগ করছি। আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে।" ছবিটিতে শৈবাল তাঁর মনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন। অসহিষ্ণুতা, হিংসা এবং সাম্প্রদায়িকতার প্রতি তাঁর ধ্যান-ধারণাকে সেলুলয়েডে তুলে ধরেছেন তিনি।
তবে এই ছবিটি করার পিছনে কী কারণ থাকতে পারে নাসিরুদ্দিন শাহের জিজ্ঞেস করায় ETV Bharatকে নাসিরুদ্দিন শাহ বললেন, "ছবির স্ক্রিপ্ট, গল্প এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার। মূলত এই কারণগুলোর জন্যই ছবিটা করতে রাজি হলাম। ছবির ডায়লগগুলো এমন যেন মনে হচ্ছে আমার মনের কথাই বলা হচ্ছে।" অপরদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের সঙ্গে কাজ করে সমান উৎফুল্ল। বললেন, "নাসিরের সঙ্গে কাজ করার ইচ্ছে আমার বহুদিনের। এটা আমার ইচ্ছেপূরণ।"
'দেবতার গ্রাস' হিল্লোলগঞ্জ বলে একটি আধা গ্রামীণ শহরের গল্প। সেখানকার অধিকাংশ মানষই আদিবাসী এবং তাঁরা অধিকাংশই খ্রিষ্টান। জায়গাটির পরিস্থিতি উত্তাল হাওয়ায় সেটি গোটা ভারতবর্ষের সংবাদমাধ্যমের নজরে আসে। জায়গাটি দেশজুড়ে সমালোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। কেন উত্তাল হল, কী ঘটনা ঘটল, এসব কিছুর জন্য ছবি মুক্তির অপেক্ষায় থাকতে হবে দর্শককে। আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ছবির ডাবিং এবং এডিটিং।