কলকাতা, 23 সেপ্টেম্বর:দুর্গা পুজোর (Durga Puja) বাকি আর ক'দিন । কেনাকাটা চলছে নন স্টপ । ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন কিংবা ইন্দো-ওয়েস্টার্ন, সবেরই রয়েছে কদর । ক্যারি করতে পারার ক্ষমতা অনুযায়ী যে যার পছন্দমতো বেছে নিচ্ছেন পোশাক । কিন্তু যাঁদের স্টাইল স্টেটমেন্ট দেখে আমরা তাঁদের মতো করে সাজতে চাই, তাঁরা পুজোয় কেমন পোশাক পরেন, তাও তো জেনে নেওয়া দরকার । পুজোয় কেমন পোশাক পছন্দ, তা জানতে চাওয়া হয় টেলিভিশনের দুই ব্যস্ত অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chattopadhyay) এবং মানালি দে'র (Manali Dey) কাছে ।
জনপ্রিয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়ের পুজোতে চাই শুধুই শাড়ি । অভিনেত্রী জানালেন, "রেগুলার তো কুর্তি, স্ট্রেট প্যান্ট বা পালাজোই পরা হয় ৷ পুজোর পাঁচটা দিন আমি শাড়ি পরতেই বেশি পছন্দ করি । আমার ব্যক্তিগত অভিমত, শাড়িটা পুজোর সঙ্গে খুব সুন্দর কানেক্ট করে । বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গা পুজো । শাড়ি পরলে বাঙালি মহিলাদের সবথেকে বেশি সুন্দর লাগে বলে আমার মনে হয় । অনেক স্মার্ট লাগে । আর আমরা বাঙালি মহিলারা শাড়ি ক্যারিও করি খুব সুন্দর ।"
দেবযানীর কথায়, "পুজোর পাঁচটা দিনের মধ্যে ষষ্ঠীতে ট্র্যাডিশনাল পরতে পছন্দ করি । সপ্তমীতে সিফন গোছের কিছু পরি । সিল্ক বা তসর এ দিন পরি না ।
অষ্টমীতে অবশ্যই ট্র্যাডিশনাল শাড়ি পরি । তসর জাতীয় কিছু পরতে বেশ ভাল লাগে । নবমীতে একটু অন্য ধরনের সিল্কের উপর ব্লক প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট পরতে ভালো লাগে । এ দিন বিষ্ণুপুরী সিল্ক পরতেও বেশ লাগে । আর দশমীতে আমি লাল পাড় সাদা শাড়ি পরতে ভালবাসি । সপ্তমীতে একটু ইন্দো-ওয়েস্টার্ন পরা যেতে পারে । কিন্তু আমার 5 দিনই শাড়ি পরতে ভালো লাগে ।"
আরও পড়ুন:Yohani De Silva: ভারতে আসছেন 'মানিকে মাগে হিথে' খ্যাত ইয়োহানি, কবে কোথায় পারফরম্যান্স ?
মানালি দে'র আবার অষ্টমীতে শাড়িই চাই । মানালি বললেন, "পুজোতে তো কলকাতাতেই থাকব এ বছর । দুই বাড়ি মিলিয়েই কেটে যাবে পুজোটা । পরিবার, বন্ধু-বান্ধবের সঙ্গেই কাটবে পুজো । এখনও পুজো নিয়ে বিশেষ কিছু প্ল্যান করিনি । 'ধুলোকণা'র শুটিঙের চাপে বেজায় ব্যস্ত আছি ৷ তাই কোনদিন কী করব ঠিক করিনি । তবে পুজো মানেই আমার কাছে ইন্ডিয়ান ওয়্যার । অন্য যে দিন ইন্ডিয়ান যা-ই পরি না কেন, অষ্টমীতে শাড়ি মাস্ট । এ দিন আমি শাড়ি ছাড়া অন্য কিছু পরি না । কটন পরতেই বেশি পছন্দ করি । কটন না-পরলে যে কোনও হালকা শাড়িই পরি । কমফর্ট ফিল করি আমি । পুজো সবার ভাল কাটুক এই প্রার্থনাই করি ।"