কলকাতা, 3 ফেব্রুয়ারি: টলিপাড়ায় সকলের তিনি তাজুদা । আসল নাম দেবপ্রতীম দাশগুপ্ত । মৃণাল সেন পরিচালিত 'খারিজ', 'চালচিত্র' থেকে শুরু করে কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'উড়ো চিঠি', বিরসা দাশগুপ্তর 'গল্প হলেও সত্যি'', সৃজিত মুখোপাধ্যায়ের 'এক যে ছিল রাজা' এবং 'ভিঞ্চিদা' সহ একাধিক ছবিতে নানারকমের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা । এবার জিৎ প্রযোজিত এবং শৌভিক কুণ্ডু পরিচালিত আসন্ন বাংলা ছবি 'আয় খুকু আয়'-তে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়দের পাশেই অভিনয় করবেন এই অভিনেতা (Debapratim Will Share Screen with Prosenjit) ৷
মৃণাল সেন পরিচালিত 'খারিজ', 'চালচিত্র' থেকে শুরু করে কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'উড়ো চিঠি', বিরসা দাশগুপ্তর 'গল্প হলেও সত্যি'', সৃজিত মুখোপাধ্যায়ের 'এক যে ছিল রাজা' এবং 'ভিঞ্চিদা' সহ একাধিক ছবিতে নানারকমের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা এই ছবিতে তাঁর চরিত্রের বিষয়ে জানতে চাইলে দেবপ্রতীম অকপটে বলেন, "চরিত্রের নামটা মনে নেই । তবে, চরিত্রটা একজন দোকানদারের । যার কাছে একাধিক দিন বুড়ি নামের একটি মেয়ে মানে দিতিপ্রিয়া বাকিতে জিনিস চাইতে আসে ৷ আর তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় আমার চরিত্রটি । এরপর বুম্বাদা এসে আমার মুখে টাকা ছুঁড়ে দিয়ে যায় । এরকম একটা চরিত্র আমার । বেশ অন্যরকম । চরিত্রটার আরও নানাদিক আছে । বুম্বাদা আর ওঁর মেয়ে একটা অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে এবং তা নিয়ে খিল্লি করে আমার চরিত্রটি । চরিত্রটায় মজা আছে, দেখতে হবে ।"
ইতিমধ্যেই একটি ওয়েব সিরিজের পরিচালনাও করছেন এই অভিনেতা । রূপক চট্টোপাধ্যায় প্রযোজিত ওয়েব সিরিজ 'রেড ক্যানভাস'-এর পরিচালনা করছেন দেবপ্রতীম । সিরিজের ডাবিং-এর ফাঁকেই এদিন তিনি কথা বলেন ইটিভি ভারতের সঙ্গে । অভিনেতা বলেন, "হিপিক্স-এ আসবে 'রেড ক্যানভাস'। বিভিন্ন চরিত্রে আছেন রণজয় বিষ্ণু, রুকমা রায়, অলিভিয়া সরকার, রূপঙ্কর, সুমিত দত্ত, বিশ্বজিৎ ঘোষ, সঙ্ঘশ্রী সিনহা মিত্র, পৌষালি সেন মজুমদার, তীর্থঙ্কর চক্রবর্তী, জগন্নাথ চক্রবর্তী, নন্দিনী, সোনালী, রাজা বিশ্বাস, কুনাল কর্মকার, অর্পিতা পাল, সুদক্ষিণা সরকার, কমলিকা মজুমদার, কুহু বিশ্বাস, ফিরদৌসী-বসু সহ আরও অনেকে । পাঁচটি ভাগে আসবে এই সিরিজ । এটার ডাবিং নিয়েই ব্যস্ত আছি এখন ।"
এবার জিৎ প্রযোজিত এবং শৌভিক কুণ্ডু পরিচালিত আসন্ন বাংলা ছবি 'আয় খুকু আয়'-তে অভিনয় করতে দেখা যাবে তাজুদাকে আরও পড়ুন: চরিত্রের জন্য স্কুটি চালানো শিখছেন দিব্যজ্যোতির নতুন নায়িকা স্বস্তিকা ঘোষ
কেবল অভিনয় নয় পরিচালনা এবং লেখনীতেও অসামান্য দক্ষতা তাঁর। 'অপরাজিত', 'ব্যোমকেশ', 'শেষ থেকে শুরু'-তে চিত্রনাট্য় লিখন তাঁরই । অভিনয় করেছেন টেলিভিশনের জন্য নির্মিত 'ব্যোমকেশ' ধারাবাহিকেও । তাঁর অভিনীত অন্যান্য বাংলা ধারাবাহিকের মধ্যে রয়েছে 'নীল সীমানা', 'রূপকথা', 'সৌদামিনীর সংসার', 'করুণাময়ী রানী রাসমণি', 'মিঠাই', 'শ্রীময়ী'-ও ৷ তালিকা সত্যিই বেশ লম্বা । শীঘ্রই টেলিভিশনে অন্য একটি গল্পে দেখা যাবে তাঁকে । তবে, সেই নিয়ে মুখ খোলেননি অভিনেতা । অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য লেখার পাশাপাশি গানও লেখেন তিনি । একাধিক ধারাবাহিকের জন্য গান লিখেছেন তাজুদা। সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেল 'মনন' থেকে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিও 'মন জোনাকি'। গানটি লিখেছেন দেবপ্রতীম স্বয়ং। এমনকি গেয়েছেনও নিজেই । সুর করেছেন গৌতম ঘোষাল । শ্রোতা-দর্শকরাও যথেষ্ট ভালবাসা দিয়েছেন ভিডিওটিকে ।