কলকাতা, 3 জানুয়ারি: পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের হাত ধরে আসছে বাংলা ছবি 'রিষ' (Horror film Rish)। ভয়ের ছবি । কেন্দ্রে একটি বাচ্চা মেয়ে ।
ছবির নাম 'রিষ' (Rish film)। এই ছবিতে ফের জুটি বাঁধছেন সৌরভ দাস (Saurav Das film) এবং দর্শনা বণিক (Darshana Banik film)। দু‘জনের চরিত্রের নাম আবির এবং মন্দিরা । তাদের একটি কন্যাসন্তান রয়েছে । নাম ফিওনা । এই তিনজনকে নিয়েই এগোবে ছবির গল্প । গল্প লিখেছেন দেবারতি ভৌমিক । চিত্রনাট্য এবং সংলাপও তাঁরই লেখা । গল্পের দিকে তাকালে দেখা যায়, ফিওনা নামের একটি মেয়ের ভিতরে এক দুষ্টু আত্মার বসবাস । সেই মেয়ে তার নিজের পরিবারকে ধ্বংস করার চেষ্টা করে । এমনকী সে নিজেকেও হত্যা করে ।
আরও পড়ুন:Parno Mittra Tests Covid Positive : ফের করোনার কবলে অভিনেত্রী পার্নো
বলাবাহুল্য, সে নিজে হত্যা করে না । করে সেই আত্মাটি, যার হাতিয়ার ফিওনা । কিন্তু কেন ঘটে এ রকম ঘটনা ? এ রকম ঘটনা তো আকছার আমরা দেখি না । এর পিছনে নিশ্চয়ই কোনও সঙ্গত কারণ রয়েছে । যা জানেন কাহিনিকার । আর তা আমজনতাকে জানতে হলে দেখতে হবে ছবিটি ।
ভয়ের ছবিতে দর্শনা-সৌরভ জুটি সৌরভ এবং দর্শনা ছাড়াও এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কিয়ানা মুখোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায়, পিয়ালি মুখোপাধ্যায়, অমিতাভ চট্টোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায় প্রমুখ । ছবির ডিওপি সুদীপ দত্ত ।
আরও পড়ুন:Kakababur Protyabartan Release : বাংলার গন্ডি ছাড়িয়ে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' মুক্তি পাচ্ছে হিন্দিতেও
পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের কথায়, "রিষ হরর প্লটের উপর তৈরি । ছবিতে গা ছমছমে আবহ আনতে আমরা অনেক এক্সপেরিমেন্ট করেছি । এই ছবিতে মেক আপ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । আশা করি, দর্শক একটু অন্য স্বাদ পাবেন এই ছবিতে । এই বছর নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি আমরা ।"