পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Bengali serial Gouri Elo: ফের মেগায় নায়িকা ডান্স বাংলা ডান্সের নৃত্যশিল্পী, নাম জানেন ? - গৌরী এলো

পিলুর পর এ বার নতুন বাংলা ধারাবাহিক গৌরী এলোতে দেখা যাবে ডান্স বাংলা ডান্সের নৃত্যশিল্পী (Dance Bangla Dance Dancer) মোহনা মাইতিকে (Bengali serial Gouri Elo)৷

Dance Bangla Dance Dancer in Bengali mega serial Gouri Elo
ফের মেগায় নায়িকা ডান্স বাংলা ডান্সের নৃত্যশিল্পী, নাম জানেন ?

By

Published : Feb 22, 2022, 8:18 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি: 28 ফেব্রুয়ারি থেকে সন্ধে সাড়ে 7টার স্লটে আসছে নতুন ধারাবাহিক 'গৌরী এলো' (Bengali mega serial Gouri Elo)। ওই স্লটে এখন চলছে 'যমুনা ঢাকি'। সেই ধারাবাহিকটি শেষ হচ্ছে নাকি অন্য স্লটে জায়গা নিচ্ছে তা জানা যায়নি এখনও ।

পিলু অর্থাৎ মেঘা দাঁ-র পর এ বার ফের এক ডান্স বাংলা ডান্স খ্যাত নৃত্যশিল্পী বাংলা ধারাবাহিকে (Bengali serial Gouri Elo)। ডান্স বাংলা ডান্স খ্যাত মোহনা মাইতিকে (Dance Bangla Dance Dancer) দেখা যাবে আসন্ন ধারাবাহিক 'গৌরী এলো'-তে (new Bengali serial)। উল্লেখ্য, বাংলা ধারাবাহিকে ডান্স বাংলা ডান্স খ্যাত অভিনেতা অভিনেত্রীদের অভাব নেই । 'যমুনা ঢাকি' ধারাবাহিকের সঙ্গীত অর্থাৎ রুবেল দাসও ডান্স বাংলা ডান্স থেকেই আজ অভিনয়ে । ও দিকে ডান্স বাংলা ডান্স-এ শিশু সঞ্চালিকা ছিলেন 'মিঠাই' ধারাবাহিকের নিপা অর্থাৎ ঐন্দ্রিলা সাহা ।

আগামী 28 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই ধারাবাহিক । এই ধারাবাহিকের হাত ধরেই কোনও ফিকশনে অভিষেক ঘটছে মোহনার । ও দিকে তাঁর বিপরীতে রয়েছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় । বিশ্বরূপের শেষ ধারাবাহিক 'দুর্গা দুর্গেশ্বরী'। এর আগে 'শ্রী চৈতন্য মহাপ্রভু', 'গুরুদক্ষিণা', 'গোপাল ভাঁড়', 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে অভিনয় করেছেন । এ ছাড়াও রয়েছে আরও কয়েকটি কাজ । বড় পর্দায় '61 গড়পাড় লেন'-এ অভিনয় করেন বিশ্বরূপ । পায়েল দে-র সঙ্গে জুটি বেঁধে শর্ট ফিল্ম 'সন্দেশ'-এ অভিনয় করেছেন তিনি । এ বার ফের বাংলা ধারাবাহিকে ।

আরও পড়ুন:Tusu festival celebrated in Pilu: টুসু দেবীকে সাক্ষী রেখে মালাবাদল পিলু-আহিরের

প্রোমো বলে দেয়, এই ধারাবাহিকেও ঠাকুর-দেবতার প্রভাব রয়েছে । ভগবানে বিশ্বাস-অবিশ্বাস এই ধারাবাহিকের গল্প বয়ে নিয়ে চলবে, জানা গিয়েছে এমনটাই । বিশ্বরূপকে দেখা যাবে একজন চিকিৎসকের ভূমিকায় । অন্যান্য চরিত্রে আছেন ভাস্বর চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, সুমন্ত মুখোপাধ্যায়, দ্বৈপায়ন দাস, ঋ সেন, মৌসুমী সাহা-সহ আরও অনেকে ।

স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থা 'ক্রেজি আইডিয়াজ' থেকে আসছে এই ধারাবাহিক । পরিচালনাও তাঁরই । উল্লেখ্য, স্বর্ণেন্দু সমাদ্দারের পরিচালনায় এর আগে 'ত্রিনয়নী' দেখেছে দর্শক । সেখানেও মা কালীর ছায়া ছিল । এখানেও তাই । এক অলৌকিক ক্ষমতাসম্পন্না নারী চরিত্র 'ত্রিনয়নী'তেও ছিল, 'গৌরী এলো'তেও আছে । কিন্তু কোন জায়াগায় দুটি দু রকম তা দেখার পালা আসন্ন । স্বর্ণেন্দু পরিচালিত 'এই পথ যদি না শেষ হয়' চলছে টেলিভিশনে । সেখানে থাকছে পরের পর চমক । এই ধারাবাহিকও 'ক্রেজি আইডিয়াজ'-এর ঘর থেকেই তৈরি ।

আরও পড়ুন:Gourab Roy Choudhary in Pilu: পিলু নিয়ে আপ্লুত গৌরব এবার শিখবেন গান

ABOUT THE AUTHOR

...view details