কলকাতা : ডিজিটাল প্ল্যাটফর্মে এখন থ্রিলারের রাজত্ব । সাহিত্য নির্ভর গোয়েন্দা কাহিনির সঙ্গে তাল মিলিয়ে তৈরি হচ্ছে মৌলিক গল্প । ঠিক তেমনই একটি ওয়েব সিরিজ় 'দময়ন্তী' । মহিলা গোয়েন্দাকে নিয়ে বাংলা সিনেমায় তেমন কোনও কাজই হয়নি । সেদিক থেকে প্রথমেই বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে 'দময়ন্তী' ।
সবাই যখন অধীর আগ্রহে সিরিজ়টি দেখার জন্য অপেক্ষা করছেন, সেই সময়েই উত্তেজনার পারদ আরও একটু চড়িয়ে মুক্তি পেল 'দময়ন্তী'-র ট্রেলার । টানটান গল্পে রহস্য, রোমাঞ্চ, প্রেম, যৌনতা এবং সর্বোপরি খুন ...এই সবই রয়েছে ।