কলকাতা, 27 মে :এ বছর দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত ছবি 'এভাবেই গল্প হোক' দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে ৷ আগামী 28 মে-তে প্রথমবার দেখা যাবে রোহন সেন পরিচালিত ছবিটি ।
এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা জয় সেনগুপ্ত, রূপাঞ্জনা মিত্র, শান্তিলাল মুখোপাধ্যায়, শাশ্বতী গুহ ঠাকুরতা ও আনন্দ চৌধুরী ৷ একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায়কে ।
আমরা একটা ফিল্ম দেখি দেড় ঘন্টা, খুব বেশি হলে দু'ঘণ্টার । সেই ছবি বানানোর পেছনে থাকে দীর্ঘ একটা সময় । ফিল্মের সঙ্গে তার পরিপূরকের মতো জড়িয়ে থাকে হিট ফ্লপ-এর ফর্মুলা । একটা ছবি বানানোর ক্ষেত্রে সবচেয়ে জটিলতার মধ্যে দিয়ে যাঁকে যেতে হয়, তিনি হলেন ছবির পরিচালক । রোহন সেনের পরিচালনায় তৈরি 'এভাবেই গল্প হোক' ছবিটির গল্প শুরু হয় ছবির পরিচালক অর্থাৎ জয় সেনগুপ্তর হাত ধরে । তাঁর পরপর তিনটি ছবিই ফ্লপ করেছে ৷