কলকাতা : ওড়িশায় ইতিমধ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী। আর কয়েকঘণ্টার মধ্যেই রাজ্যে প্রবেশ করতে চলেছে এই ঘূর্ণিঝড়। আর সেই সতর্কতা জারি করেই এবার ফ্য়ানদের নিরাপদ থাকার আর্জি টলি সেলেবরা।
মিমি চক্রবর্তী : প্রত্যেকে ঘরের ভিতরে থাকুন ও প্যানিক করবেন না। সতর্ক থাকুন । নিজেকে ও আশপাশের মানুষদের নিরাপদে রাখুন।
প্রিয়াঙ্কা সরকার : সকলে নিরাপদে থাকুন।