আকিরা কুরোসাওয়া, চিত্র পরিচালক
"শান্ত কিন্তু গভীর পর্যবেক্ষণ, মানুষের প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা- এসবই ছিল তাঁর চলচিত্রের বৈশিষ্ট্য ৷ এসবই আমাকে ভীষণরকম মুগ্ধ করেছে... আমার মনে হয় উনি সিনেমা জগতের একজন বৃহৎ ব্যক্তিত্ব ৷"... "রায়ের সিনেমা না দেখা মানে এই পৃথিবীতে সূর্য এবং চাঁদ না দেখে বেঁচে থাকা ৷" "এটা (পথের পাঁচালী) দেখার পর আমার মনের মধ্যে উত্তেজনাটা আমি কখনওই ভুলতে পারবো না ৷ এটা এমন একটা সিনেমা যেটা একটা বিশাল নদীর নির্মলতা এবং আভিজাত্য নিয়ে বয়ে চলে ৷ মানুষ জন্মায়, জীবন যাপন করে এবং শেষে মৃত্যুকে মেনে নেয় ৷ সর্বনিম্ন প্রচেষ্টা এবং কোনও হঠাৎ ঝাঁকুনি ছাড়াই রায় তাঁর ছবি তৈরি করেন ৷ তাও তা দর্শকদের গভীর ভাবেই নাড়া দেয় ৷ তিনি এটা কীভাবে করতে পারেন? তাঁর সিনেমাটোগ্রাফিক টেকনিকে অপ্রাসঙ্গিক বিষয় থাকে না ৷ এতেই তাঁর শ্রেষ্ঠত্বের রহস্য নিহিত
থাকে ৷" --- 1987 সালে এসকান-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী (1975 সালে মস্কোতে করা অনুবাদ অনুযায়ী)
অ্যাকাডেমি পুরস্কার প্রদান, 1992: "চলচিত্র নির্মাণে তাঁর দুর্লভ দক্ষতা এবং তাঁর গভীর মানবিক দৃষ্টিভঙ্গি, যা বিশ্বজুড়ে চলচ্চিত্র নির্মাতা এবং দর্শকদের উপর অবিস্মরণীয় প্রভাব ফেলেছে, তার স্বীকৃতি হিসাবে ৷"
অমর্ত্য সেন, নোবেল জয়ী অর্থনীতিবিদ
"সত্যজিৎ রায়ের কাজ বিভিন্ন সংস্কৃতির মধ্যে সাম্পর্কিক দিকটি গভীর অন্তর্দৃষ্টিপূর্ণ ভাবে উপস্থাপন করে এবং তাঁর ধারণাগুলি শুধু ভারতে নয়, সমকালীন বিশ্বে সাংস্কৃতিক বিতর্কের জন্য এখনও প্রাসঙ্গিক রয়ে গেছে ।" - সত্যজিৎ রে অ্যান্ড আর্ট অব ইউনিভার্সালিজম, দ্য নিউ রিপাবলিক, 1 এপ্রিল, 1996।
দারিয়াস কুপার, চলচিত্র সমালোচক
"তাঁর প্রতিটি সিনেমায় তিনি ভারতের সামাজিক প্রতিষ্ঠানগুলি এবং ক্ষমতা কাঠামোগুলির অনুসন্ধান করেন, যা তাঁরা উত্থাপন করেন বা তদ্বিপরীত । তিনি তাঁর কালের সংঘাত ও ইঙ্গিতগুলির যথাযথ কথায়, তাঁর নিজের রাজ্য বাংলা এবং তার পাশাপাশি দেশ, উভয় ক্ষেত্রেই কাজ করেন ।" - দ্য সিনেমা অব সত্যজিৎ রে: বিটউইন ট্রাডিশন অ্যান্ড মডার্নিটি, 2000 ৷
এলিয়া কাজ়ান, পরিচালক
"আমি অ্যাকাডেমিকে সত্যজিৎ রায়কে সম্মানসূচক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার কথা বলার ক্ষেত্রে মার্টিন স্করসাসি এবং ইসমাইল মারচেন্টদের সঙ্গে একমত ৷ আমি বহু বছর ধরে তার চলচ্চিত্রের প্রশংসা করেছি এবং আমার জন্য তিনি ভারতের চলচ্চিত্রের কণ্ঠ ৷ তিনি দেশের সকল শ্রেণির মানুষের পক্ষে কথা বলছেন ... তিনি একজন বুদ্ধিমান এবং বাকপটু শিল্পী এবং এটি সত্যিই তাঁর ক্ষেত্রে বলা যেতে পারে যে আমরা যখন তাঁকে সম্মাননা জানাব, তখন আমরা নিজেদেরকেই সম্মান জানাব ৷" - (সত্যজিৎকে অস্কারের লাইফটাইম অ্যাচিভমেন্টে নমিনেশন দেওয়া নিয়ে, 1991)
জর্জ লুকাস, পরিচালক/স্ক্রিনরাইটার, 1991
"সত্যজিৎ এমন এক অসাধারণ চলচ্চিত্র নির্মাতা যাঁর দীর্ঘ ও বিশিষ্ট কর্মজীবন রয়েছে, তিনি বিশ্ব জুড়ে চলচ্চিত্র নির্মাতাদের এবং দর্শকদের উপর গভীর প্রভাব ফেলেছিলেন । সত্যজিৎ রায়কে সম্মান জানিয়ে অ্যাকাডেমি তাঁর কাজটি বৃহত্তর জনগণের, বিশেষত তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নজরে আনতে সহায়তা করবে, যাঁদের উপর তাঁর কাজ অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলবে ।" - (সত্যজিৎকে অস্কারের লাইফটাইম অ্যাচিভমেন্টে নমিনেশন দেওয়া নিয়ে, 1991)