পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা সংক্রমণের জেরে জুনে হচ্ছে না কানস ফিল্ম ফেস্টিভাল

জুন মাসে কানস ফিল্ম ফেস্টিভাল হওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিলেন ফেস্টিভালের উদ্যোক্তারা । পরিস্থিতি ঠিক হওয়ার পর বছরের শেষ দিকে ফিল্ম ফেস্টিভালের আয়োজন করা সম্ভব হয় কিনা তা চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানানো হয়েছে ।

ে্ি
ে্ি

By

Published : Apr 15, 2020, 3:30 PM IST

প্যারিস : কোরোনা সংক্রমণের জেরে কোনওভাবেই চলতি বছরের জুন মাসে কানস ফিল্ম ফেস্টিভাল হওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিলেন ফেস্টিভালের উদ্যোক্তারা । পরিস্থিতি ঠিক হওয়ার পর বছরের শেষ দিকে ফিল্ম ফেস্টিভালের আয়োজন করা সম্ভব হয় কিনা তা চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানানো হয়েছে ।

উদ্যোক্তাদের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "73তম কানস ফিল্ম ফেস্টিভাল হওয়ার কথা ছিল জুন মাসের শেষে । যা শুরু হত জুলাই থেকে । কিন্তু, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কোনওভাবেই সম্ভব নয় । তাই আপাতত এই অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে । এ নিয়ে বিভিন্ন দেশের একাধিক ব্যক্তির সঙ্গে আমরা আলোচনা করেছি । এটি খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান । বলা যেতে পারে এই ফেস্টিভাল ফিল্ম ইন্ডাস্ট্রির একটা ভিত্তিস্তম্ভ । সবাই যাতে অনুষ্ঠানে যোগ দিতে পারেন সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে । তাই আপাতত এটি স্থগিত রাখা হচ্ছে ।"

প্রথমে মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই ফেস্টিভাল । মে মাসের 12 থেকে 23 তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল । কিন্তু, সেটি পিছিয়ে জুনের শেষের দিকে নিয়ে যাওয়া হয় । কিন্তু, বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে এখন ওই সময়ও ফেস্টিভাল করা যাবে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা । বছরের শেষের দিকে সম্ভবত অনুষ্ঠিত হতে পারে বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কানস ফিল্ম ফেস্টিভাল । তবে তা নিয়ে এখনও আলোচনা চলছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details