মুম্বই, 18 এপ্রিল: ঘরে ঘরে থাবা বসাচ্ছে করোনাভাইরাস ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি রোজ নতুন নতুন সংক্রমণের খবর আসছে ৷ তারকাদের তালিকায় এ বার ঢুকে পড়লেন বলিউডের অভিনেতা অর্জুন রামপাল ৷ তাঁর কোভিড 19 রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তিনি বর্তমানে বাড়িতেই কোয়ারানটিনে রয়েছেন ৷ নিজেই এ কথা জানিয়েছেন অভিনেতা ৷ বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন তিনি ৷
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে অর্জুন জানিয়েছেন, "আমার কোভিড 19 রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ আমি উপসর্গহীন, নিজেকে বাড়িতেই কোয়ারানটিনে রেখেছি এবং আইসোলেশনে আছি ৷ যাবতীয় মেডিক্যাল যত্ন নিচ্ছি ৷ সব প্রোটোকল মেনে চলছি ৷ গত 10 দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিন ৷ এটা আমাদের জন্য খুবই ভয়ের সময় তবে স্বল্প সময়ের জন্য আমরা যদি সতর্ক ও সজাগ থাকি, তাহলে দীর্ঘ সময়ের জন্য তার সুবিধে পাব ৷ একসঙ্গে আমরা করোনার বিরুদ্ধে লড়তে পারব ৷"