নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর :নয়াদিল্লির আদালতে অভিযোগ দায়ের করা হল বলিউডের একাধিক স্টারের বিরুদ্ধে ৷ সেই তালিকায় রয়েছেন সলমন খান (Salman Khan), অক্ষয় কুমার (Akshay Kumar), অজয় দেবগণ (Ajay Devgan), অভিষেক বচ্চন-সহ আরও অনেকে ৷ অভিযোগ, 2019 সালে হায়দরাবাদে ধর্ষিতার (2019 Hyderabad rape victim) পরিচয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন অভিযুক্তরা ৷ আরও 36 জনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে তিস হাজারি আদালতে (Tis Hazari Court)৷ তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি জানিয়েছেন অভিযোগকারী ৷
আরও পড়ুন :Sidharth Shukla's funeral: সিদ্ধার্থকে শেষবিদায় বিধ্বস্ত প্রেমিকা শেহনাজের, ভাইরাল ভিডিয়ো
সবজি মান্ডি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে 228এ ধারায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী গৌরব গুলাটি ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ অভিযোগপত্রে সেলিব্রিটিদের কয়েকটি টুইট তুলে ধরেছেন অভিযোগকারী ৷ তাঁর দাবি, সেই টুইটগুলিতে হায়দরাবাদের ধর্ষিতার পরিচয় প্রকাশ্যে এসেছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী যা আইনত অপরাধ ৷