নয়াদিল্লি, 17 জুন : উত্তরপ্রদেশের গাজিয়াবাদে (Ghaziabad) এক সংখ্যালঘু ব্যক্তিকে হেনস্থা করা নিয়ে উত্তেজনা সৃষ্টিকারী পোস্ট করা হয়েছে ৷ দিল্লিতে এমনই অভিযোগ দায়ের করা হল বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker) ও টুইটার ইন্ডিয়ার (Twitter India) ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে ৷ এক আইনজীবীর করা এই অভিযোগের ভিত্তিতে অবশ্য এখনও কোনও এফআইআর দায়ের করেনি পুলিশ ৷
এই ঘটনা নিয়ে টুইটার, বেশ কয়েকজন সাংবাদিক ও কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে গাজিয়াবাদে এফআইআর দায়ের হওয়ার পরের দিনই এই নিয়ে দিল্লি পুলিশের দ্বারস্থ হন এক আইনজীবী ৷ তাঁর দাবি, অভিনেত্রী স্বরা ভাস্কর, সাংবাদিক আরফা খানুম ও আসিফ খান নামে এক ব্যক্তি তাঁদের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে যে মন্তব্য করেছিলেন, তার দ্বারা অনুপ্রাণিত হয়েই নাগরিকদের মধ্যে এই নিয়ে হিংসা ছড়িয়ে পড়ে ৷ ওই আইনজীবীর অভিযোগ, এই ঘটনায় সাম্প্রদায়িকতার কোনও রং নেই জানা সত্ত্বেও এই নিয়ে টুইটার ইন্ডিয়ার প্রধান মণীশ মহেশ্বরী অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি বা টুইটগুলি মুছে দেননি ৷
আরও পড়ুন:ভারত সরকার টুইটারকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়, দাবি রবিশঙ্করের
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গত 5 জুন একটি ঘটনা ঘটে ৷ তাতে এক বয়স্ক সংখ্যালঘু ব্যক্তিকে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে ৷ এই নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ সেই ভিডিয়োটি টুইটারে আপলোড করেন কেউ কেউ ৷ আর এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক ৷ ভিডিয়োটি ভাইরাল হওয়ার সময় বিষয়টিকে সাম্প্রদায়িক বলে দাবি করা হয়েছিল ৷ কিন্তু পুলিশের দাবি, এই ঘটনার সাম্প্রদায়িকতার কোনও যোগ নেই ৷ বরং ওই ব্যক্তি ভাগ্য পরিবর্তন হবে বলে কিছু জিনিস বিক্রি করছিলেন ৷ যা ভুয়ো বলে অভিযোগ তুলে তাঁকে মারধর করা হয় ৷