নয়াদিল্লি, 29 নভেম্বর:কোভিডে (Shiva Shankar death due to covid) আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রখ্যাত কোরিয়োগ্রাফার শিব শঙ্কর (choreographer Shiva Shankar passes away)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 বছর ৷ হায়দরাবাদের এক হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি ৷ রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় পুরস্কারজয়ী নৃত্য পরিচালক ৷ তাঁর প্রয়াণে শোকাহত ফিল্ম ইন্ডাস্ট্রি ৷
চিত্রনির্মাতা এসএস রাজামৌলী (SS Rajamouli mourn Shiva Shankar death) থেকে শুরু করে সোনু সুদ, প্রভু দেবা-সহ অন্যান্য তারকারা (celebs mourn Shiva Shankar death) শিব শঙ্করের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন ৷ রাজামৌলী তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "প্রখ্যাত কোরিয়োগ্রাফার শিব শঙ্কর মাস্টারের প্রয়াণের খবর পেয়ে শোকাহত ৷ মগধীরায় তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে ৷ তাঁর আত্মা শান্তি পাক ৷ তাঁর পরিবারকে জানাই সমবেদনা ৷"
টুইটে শোকপ্রকাশ করেছেন অভিনেতা সোনু সুদও (Sonu Sood mourn Shiva Shankar death)৷ তিনি লিখেছেন, "শিব শঙ্কর মাস্টারজির প্রয়াণের খবর পেয়ে মন ভেঙে গেল ৷ তাঁকে বাঁচানোর জন্য আমরা সবরকম চেষ্টা করেছিলাম কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অন্যরকমই ছিল ৷ আপনাকে সবসময় মিস করব মাস্টারজি ৷ এই ক্ষতি সহ্য করার মতো শক্তি ঈশ্বর আপনার পরিবারকে দিক ৷ সিনেমা আপনাকে সবসময় মিস করবে ৷"
আরও পড়ুন:Vicky Katrina wedding: জানা গেল ভিকি-ক্যাটরিনার বিয়ের তারিখ, সঙ্গীতে কোরিয়োগ্রাফার ফারহা-করণ