পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Choreographer Shiva Shankar passes away: কোভিডে প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী কোরিয়োগ্রাফার, শোকাহত তারকারা - শিব শঙ্করের প্রয়াণে শোকপ্রকাশ সোনু সুদের

করোনা ভাইরাসে (Shiva Shankar death due to covid) আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত কোরিয়োগ্রাফার শিব শঙ্কর (choreographer Shiva Shankar passes away)৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে ফিল্ম ইন্ডাস্ট্রি ৷

choreographer-shiva-shankar-passes-away-rajamouli-sonu-sood-and-others-express-grief
কোভিডে প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী কোরিয়োগ্রাফার, শোকাহত তারকারা

By

Published : Nov 29, 2021, 1:35 PM IST

নয়াদিল্লি, 29 নভেম্বর:কোভিডে (Shiva Shankar death due to covid) আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রখ্যাত কোরিয়োগ্রাফার শিব শঙ্কর (choreographer Shiva Shankar passes away)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 বছর ৷ হায়দরাবাদের এক হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি ৷ রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় পুরস্কারজয়ী নৃত্য পরিচালক ৷ তাঁর প্রয়াণে শোকাহত ফিল্ম ইন্ডাস্ট্রি ৷

চিত্রনির্মাতা এসএস রাজামৌলী (SS Rajamouli mourn Shiva Shankar death) থেকে শুরু করে সোনু সুদ, প্রভু দেবা-সহ অন্যান্য তারকারা (celebs mourn Shiva Shankar death) শিব শঙ্করের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন ৷ রাজামৌলী তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "প্রখ্যাত কোরিয়োগ্রাফার শিব শঙ্কর মাস্টারের প্রয়াণের খবর পেয়ে শোকাহত ৷ মগধীরায় তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে ৷ তাঁর আত্মা শান্তি পাক ৷ তাঁর পরিবারকে জানাই সমবেদনা ৷"

টুইটে শোকপ্রকাশ করেছেন অভিনেতা সোনু সুদও (Sonu Sood mourn Shiva Shankar death)৷ তিনি লিখেছেন, "শিব শঙ্কর মাস্টারজির প্রয়াণের খবর পেয়ে মন ভেঙে গেল ৷ তাঁকে বাঁচানোর জন্য আমরা সবরকম চেষ্টা করেছিলাম কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অন্যরকমই ছিল ৷ আপনাকে সবসময় মিস করব মাস্টারজি ৷ এই ক্ষতি সহ্য করার মতো শক্তি ঈশ্বর আপনার পরিবারকে দিক ৷ সিনেমা আপনাকে সবসময় মিস করবে ৷"

আরও পড়ুন:Vicky Katrina wedding: জানা গেল ভিকি-ক্যাটরিনার বিয়ের তারিখ, সঙ্গীতে কোরিয়োগ্রাফার ফারহা-করণ

শিব শঙ্করের (Shiva Shankar death) সঙ্গে বহু ছবিতে কাজ করা খুশবু সুন্দর টুইটে লিখেছেন, "আজ আমরা একজন মহান প্রতিভাকে হারালাম ৷ তাঁর সঙ্গে এক ডজনেরও বেশি গানে কাজ করেছি ৷ মূলত মস্তি, রোম্যান্স ও নাচের গানগুলিতে কোরিয়োগ্রাফি করার জন্য আমি তাঁকেই চাইতাম ৷ আপনাকে মিস করব মাস্টারজি ৷"

জাতীয় পুরস্কারজয়ী কোরিয়োগ্রাফারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রভু দেবাও ৷

আরও পড়ুন:Salman Khan fans burst crackers in theatre: অন্তিমের শোতে হলের ভেতরে বাজি ফাটালেন ভক্তরা, সতর্ক করলেন সলমন

মগধীরার জন্য সেরা কোরিয়োগ্রাফির জাতীয় পুরস্কার পেয়েছিলেন শিব শঙ্কর (Shiva Shankar no more ) ৷ ধীরা ধীরা গানের কোরিয়োগ্রাফি করে প্রশংসিত হয়েছেন তিনি ৷ থানা সের্নধা কুট্টাম ও সরকারের মতো বেশ কিছু তেলুগু ও তামিল ফিল্মে অভিনয়ও করেছেন তিনি ৷ তাঁর সঙ্গেই কোভিডে (celebs death due to covid) আক্রান্ত হয়েছিলেন তাঁর বড় ছেলেও ৷

আরও পড়ুন:Aayna 2021 : তেলেঙ্গানা-বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে মিলে গেল দুই রাজ্যের সংস্কৃতি

ABOUT THE AUTHOR

...view details