হায়দরাবাদ : কোরোনার থাবা কোনও বাছবিচার করে না । তার সামনে একটু অসাবধান হয়েছ তো ফেঁসেছ ! কোরোনায় আক্রান্ত দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী । সোশাল মিডিয়ার মাধ্যমে নিজেই একথা জানালেন অভিনেতা ।
চিরঞ্জীবী লিখেছেন, "এই মুহূর্তে আমার মধ্যে কোরোনার কোনও লক্ষণ নেই আর আমি বাড়িতেই কোয়ারানটিনে রয়েছি । আমার সঙ্গে গত পাঁচ দিনে যারা দেখা করেছেন প্রত্যেককে অনুরোধ করব একবার কোভিড টেস্ট করিয়ে নিতে । সুস্থ হলে সবাইকে জানাব ।"