পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা আক্রান্ত বিখ্যাত অভিনেতা - চিরঞ্জীবী কোরোনা

কোরোনা আক্রান্ত বিখ্যাত অভিনেতা চিরঞ্জীবী । সোশাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন অভিনেতা । আপাতত নিজের বাড়িতেই কোয়ারানটিনে রয়েছে তিনি ।

Chiranjeevi tests positive for Covid-19
Chiranjeevi tests positive for Covid-19

By

Published : Nov 9, 2020, 2:16 PM IST

হায়দরাবাদ : কোরোনার থাবা কোনও বাছবিচার করে না । তার সামনে একটু অসাবধান হয়েছ তো ফেঁসেছ ! কোরোনায় আক্রান্ত দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী । সোশাল মিডিয়ার মাধ্যমে নিজেই একথা জানালেন অভিনেতা ।

চিরঞ্জীবী লিখেছেন, "এই মুহূর্তে আমার মধ্যে কোরোনার কোনও লক্ষণ নেই আর আমি বাড়িতেই কোয়ারানটিনে রয়েছি । আমার সঙ্গে গত পাঁচ দিনে যারা দেখা করেছেন প্রত্যেককে অনুরোধ করব একবার কোভিড টেস্ট করিয়ে নিতে । সুস্থ হলে সবাইকে জানাব ।"

'আচার্য্য' ছবির শুটিং শুরু করার জন্য প্রস্তুত হচ্ছিলেন চিরঞ্জীবী । সরকারের প্রোটোকল অনুযায়ী শুটিং শুরুর আগে টিমের প্রত্যেকের কোরোনা পরীক্ষা করানো বাধ্যতামূলক । সেইমতো পরীক্ষা করানো হয় অভিনেতার ।

দুর্ভাগ্যবশত তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । তবে এই সময় এটা খুব একটা বড় ব্যাপার নয় । হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন এবং সুস্থও হয়ে উঠছেন কিছুদিনের মধ্যে ।

চিরঞ্জীবীর আরোগ্য কামনা করছেন তাঁর কোটি কোটি অনুরাগীরা ।

ABOUT THE AUTHOR

...view details