হায়দরাবাদ : বিখ্যাত তেলুগু অভিনেতা ও রাজনীতিবিদ চিরঞ্জীবী কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বলে শোনা গেছিল গত সপ্তাহে । অভিনেতা নিজেই জানিয়েছিলেন খবরটি । হোম কোয়ারানটিনে থাকাও শুরু করে দিয়েছিলেন তিনি । তবে সম্প্রতি জানা গেল যে, পুরোটাই ধোকা !
ভুল PCR কিট ব্যবহার করায় রিপোর্ট এসেছিল ভুল । অর্থাৎ কোরোনায় আক্রান্তই হননি চিরঞ্জীবী । আলাদা আলাদা করে তিনবার পরীক্ষা করিয়ে এটা জানা গেছে সম্প্রতি ।
চিরঞ্জীবী লিখেছেন, "একদল ডাক্তার আলাদা করে তিনবার পরীক্ষা করিয়েছেন আমার এবং এই সিদ্ধান্তে এসেছেন যে আমি কোরোনা নেগেটিভ । ভুল RT PCR কিট ব্যবহার করায় আগের রিপোর্টটা ভুল এসেছিল ।"
দেখে নিন তাঁর পোস্ট...
'আচার্য' ছবির শুটিং শুরু করার জন্য প্রস্তুত হচ্ছিলেন চিরঞ্জীবী । সরকারের প্রোটোকল অনুযায়ী শুটিং শুরুর আগে টিমের প্রত্যেকের কোরোনা পরীক্ষা করানো বাধ্যতামূলক । সেইমতো পরীক্ষা করানো হয় অভিনেতার এবং তাঁর কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে তাঁর ।