কলকাতা, 24 জানুয়ারি : পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের হাত ধরে আসছে বাংলা ছবি 'বাবা বেবি ও...'। এই ছবিতে এক সারোগেট ফাদারের চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে । 23 জানুয়ারি প্রকাশ্য়ে এসেছে 'বাবা বেবি ও...'র ট্রেলার । আর সেই ট্রেলার শুধু বাংলা নয়, মুগ্ধ করেছে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবীকেও। নতুন এই ছবির জন্য যিশুকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ।
নিজের টুইটার হ্যান্ডেল থেকে ট্রেলারটি শেয়ার করে তিনি লিখেছেন, "সবার সঙ্গে ভাগ করে নিলাম বাংলা ছবি ‘বাবা বেবি ও’-র মজাদার এবং আবেগপূর্ণ একটি ট্রেলার। বন্ধু যিশু সেনগুপ্তর জন্য অনেক শুভেচ্ছা ।"(Chiranjeevi Shares the trailer of Baba baby o) এর ঠিক পরের লাইনে বাংলা হরফে লেখা আছে, "প্রেম আছে, মজাও আছে সঙ্গে মিষ্টি গান... বাবা, বেবি ও মানেই হাসি-মজা আর ফান।" নতুন এই ছবির ট্রেলারে একদিকে যেমন যিশুকে দেখা যায় একজন সিঙ্গেল ফাদারের চরিত্রে, তেমনি সেই চরিত্রের জীবনে ঘুরে ফিরে এসেছে নতুন প্রেমও ৷ পুরো গল্প জানতে অবশ্যই চোখ রাখতে হবে বড় পর্দায় ৷ তবে 'উমা' ছবিতে বাবার চরিত্রে একটি দুরন্ত ইমেজ গড়ে তুলেছিলেন যিশু ৷ এবারও তিনি বাবা বটে তবে একটু অন্যরকম ৷ তাই কতখানি আলাদা হবে তাঁর এবারের অভিনয় তা দেখতেই মুখিয়ে থাকবেন সকলে ৷