পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রতিদিন মদ আর বিরিয়ানি খাচ্ছে মা, চিন্তিত 'চিনি' - বাংলা ছবি চিনি

'চিনি', ছবির নাম চিনি আর গল্পও তাকে নিয়ে । মৈনাক ভৌমিকের পরবর্তী ছবিতে চিনি চরিত্রে অভিনয় করছেন মধুমিতা সরকার । রয়েছেন আরও একজন । চিনির মায়ের চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য় । এই গল্প যতটা চিনির, ততটাই তার মায়ের ।

CHini bengali film trailer
CHini bengali film trailer

By

Published : Dec 12, 2020, 12:51 PM IST

কলকাতা : মা আর মেয়ের গল্প 'চিনি' । শুনে মনে হচ্ছে যে মা-মেয়ের মিষ্টি সম্পর্কের গল্প বলবে এই ছবি ? না, সেটা একেবারেই নয় । বরং এই ছবিকে 'হরর ফিল্ম' বলতে শোনা গেল ট্রেলারে । চিনি আর তার মায়ের জটিল অম্লমধুর সম্পর্ক তুলে ধরবে মৈনাক ভৌমিক পরিচালিত 'চিনি' ।

যে মহিলা একদম ছাপোসা বাঙালি মায়ের মতো ব্যবহার করে এসেছে এতদিন, তিনি হঠাৎ করে রোজ মদ খেতে শুরু করেন, বিরিয়ানি খেতে শুরু করেন । বারে গিয়ে নাচ বা ছেঁড়া জিন্স পরতেও কোনও অস্বস্তি হয় না তার । মায়ের এই রূপ দেখে তো পুরোপুরি কনফিউসড মেয়ে চিনি ।

অপরাজিতা

কিন্তু, এমন পরিবর্তনের আসল কারণ কী ? সেটা জানতে হলে যেতে হবে অতীতে । যখন চিনি প্রতিদিন তার মাকে তার বাবার হাতে মার খেতে দেখত । নিজের চাহিদা, ইচ্ছে, ভালোলাগাকে দমিয়ে রাখার ফলেই কি মাঝবয়সে এসে এমন বদলে গেল চিনির মা ?

মা-মেয়ের ভেঙে পড়া

সেটা জানতে হলে দেখতে হবে 'চিনি' । মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিয়ে একটু একটু করে খুলতে থাকে চিনি আর আর তার মায়ের সম্পর্কের নানা স্তর । মিটতে থাকে যাবতীয় ভুল বোঝাবুঝি । শেষে কি হ্যাপি এন্ডিং হবে তাহলে ? সেই উত্তর পাওয়া যায়নি ট্রেলারে ।

সিনেমা হলে এই ক্রিসমাসে মুক্তি পাবে ছবিটি । অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকার ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ দাস । দেখে নিন ট্রেলার...

ABOUT THE AUTHOR

...view details