পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

EXCLUSIVE : NRS-এর ঘটনায় বিস্ফোরক চন্দন সেন - NRS ঘটনা

কলকাতার NRS ঘটনা আর শুধু কলকাতার নেই। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। আর শহরের অবস্থা তো এককথায় আশঙ্কাজনক। অ্যাম্বুলেন্সে কাতরাতে থাকা রুগীও চিকিৎসা পাচ্ছেন না হাসপাতালে। ফিরে যেতে হচ্ছে তাঁদের। মমতা ব্যানার্জির হুঁশিয়ারি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা চালিয়ে যাচ্ছে কর্মবিরতি।

চন্দন সেন

By

Published : Jun 14, 2019, 4:28 PM IST

Updated : Jun 14, 2019, 4:35 PM IST

কলকাতা : রাজ্য়ের এই অবস্থায় মুখ খুললেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন। বললেন, "মানুষের বেঁচে থাকার জন্য যে ন্যূনতম জিনিসগুলো লাগে, সেটির ব্যবস্থা কোনও সরকার করে উঠতে পারেননি। এটা ভারতবর্ষের দুর্ভাগ্য।"

এমনিতেই স্পষ্টবক্তা হিসেবে বেশ পরিচিতি রয়েছে। রেখেঢেকে কথা বলেন না তিনি। ETV ভারত সিতারার ক্য়ামেরার সামনে তিনি বললেন, "সব ক্রিয়ারই তো একটা প্রতিক্রিয়া থাকে। ২০০৮ সাল থেকে যে নানারকম নিগ্রহ শুরু হয়েছে, এবার বোধহয় কোথাও একটা তার প্রতিক্রিয়া ঘটবে।"

শুনে নিন চন্দন সেনে বক্তব্য...

ক্যামেরার মুখোমুখি চন্দন সেন
Last Updated : Jun 14, 2019, 4:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details