পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভুয়ো মৃত্যু সংবাদে বিরক্ত চন্দন সেন, কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে - চন্দন সেনের মৃত্যুর ভুয়ো খবর

চন্দন সেন নাকি পরলোক গমন করেছেন । এমনই খবর ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । জানতে পেরে ETV ভারত সিতারা কথা বলে চন্দন সেনের সঙ্গে । মজার সুরে অভিনেতা বললেন, "এই মানুষটি আমার চেনা হলে বলতাম, প্রেতপুরীতে স্বাগত ।"

chandan sen death rumour
chandan sen death rumour

By

Published : Aug 11, 2020, 12:06 PM IST

Updated : Aug 11, 2020, 1:32 PM IST

কলকাতা : একটি টার্মিনাল অসুখের মুখোমুখি দাঁড়িয়ে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেতা চন্দন সেন । আর তারই মধ্যে এল তাঁর মৃত্যুর ভুয়ো খবর । এই অবাঞ্ছিত ও বিরক্তিকর ঘটনায় ক্ষুব্ধ চন্দন । কথা বললেন ETV ভারত সিতারার কাছে।


যে কোনও মিথ্যে রটনাই বিরক্তিকর । সেই রটনা যদি কারও মৃত্যু নিয়ে হয় তাহলে সেটা বিরক্তির মাত্রা ছাড়ায় । তেমনই একটি অভিজ্ঞতার শিকার হলেন নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা চন্দন সেন । আশিস দাস নামে এক ব্যক্তি সোশাল মিডিয়ায় ছড়ালেন চন্দন সেন নাকি মারা গেছেন । তিনি আবার যে সে মানুষ নন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক । তাঁর মতো একজন মানুষের থেকে এরকম একটি পোস্ট দেখে অনেক মানুষই সেটা বিশ্বাস করে বসবে । আর সেটাই হয়েছে ।

খবরটি পেয়ে ETV ভারত সিতারা কথা বলে চন্দন সেনের সঙ্গে । তিনি তখন 'খড়কুটো' ধারাবাহিকের শুটিংয়ে অত্যন্ত ব্যস্ত । বললেন, "কাল রাতে এই ব্যক্তি কাজটা করেছে । তিনি ক্ষমাটমাও চেয়ে নিয়েছেন । পোস্টটাও সরিয়ে দিয়েছেন ।"


চন্দন সোচ্চার হয়ে একটি ভিডিয়ো তৈরি করে জানান, তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন । নিজে সোশাল মিডিয়াতে না থাকায় সহকর্মী ও নাট্যকর্মী দেবেশ চট্টোপাধ্যায় সেই ভিডিয়োটি তাঁর পেজ থেকে শেয়ার করেছেন । দেখে নিন তাঁর পোস্ট...

বিরক্তির পাশাপাশি স্বভাবসিদ্ধ রসিকতার সঙ্গে চন্দন আমাদের এটাও বলেন, "এই মানুষটি আমার চেনা হলে বলতাম, প্রেতপুরীতে স্বাগত । অশরীরীর সঙ্গে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ।" । শিল্পী মানুষ বটে !
Last Updated : Aug 11, 2020, 1:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details