ETV ভারত : 'পঞ্চায়েত'-এর সঙ্গে যুক্ত হলেন কীভাবে ?
চন্দন রায় : আমি রোজ অডিশন দিতে যেতাম । কাস্টিং এজেন্সিতে গিয়ে জিজ্ঞাসা করতাম যে আমার জন্য কোনও রোল আছে কিনা । একদিন আরাম নগরে একটি কাস্টিং এজেন্সিতে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলাম । সেখানে আমার এক বন্ধু 'পঞ্চায়েত'-এর কাস্টিং টিমের সঙ্গে আমার আলাপ করিয়ে দেয় । আমি ইলেক্ট্রিশিয়ানের চরিত্রে অডিশন দিয়ে বাড়ি চলে আসি । কয়েকদিন পর আমি রঘুবীর স্যারের বাড়ি যাই (পঞ্চায়েত প্রধানের চরিত্রে অভিনয় করেন যিনি), বলি যে 'পঞ্চায়েত'-এর জন্য অডিশন দিয়েছি । জানতে পেরে উনি আমার অডিশনটা দেখেন আর ইলেকট্রিশিয়ানের জায়গায় অন্য কোনও চরিত্রে আমায় ভাবার কথা বলেন । পরের দিন 'বিকাশ শুক্লা'-র চরিত্রের জন্য স্ক্রিপ্ট আসে আমার কাছে আর আমি তৈরি হয়ে যাই ।
ETV : 'পঞ্চায়েত'-এ কাজ করার অভিজ্ঞতা কেমন ?
চন্দন : আমি সবসময় শিখতে চাই । আমি যেখানেই যাই মনে করি যে, কিছু জানি না, শিখতে হবে আমায় । 'পঞ্চায়েত'-এর সেটে সবাই খুব অভিজ্ঞ মানুষ ছিলেন । আমি সবাইকে নজর করতাম, শেখার চেষ্টা করতাম । পুরো স্কুলের মতো অভিজ্ঞতা আর আমার সহকর্মীরাই সেই স্কুলের শিক্ষক ।
ETV : আপনি বাস্তবে কি বিকাশের মতো না আলাদা ?
চন্দন : চন্দন আর বিকাশের মধ্যে আকাশ-পাতাল তফাত । আমার কাছে বিকাশ একটি চরিত্র মাত্র, যাকে আমি ডেভলপ করেছি । আমার সঙ্গে ওর কোনও মিল নেই ।
ETV : চরিত্রটি করার জন্য কোনও বিশেষ প্রস্তুতি নিয়েছেন ?