সুন্দরবন : আমফানে বিপর্যস্ত সুন্দরবনে ত্রাণ পৌঁছে দিলেন সিনিয়র অভিনেত্রী চৈতি ঘোষাল ও তাঁর পুত্র গায়ক-অভিনেতা অমর্ত্য রায় । গত পরশু তাঁরা ফিরেছেন সুন্দরবন থেকে । সুন্দরবনের অসহায় মানুষগুলোর সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভীষণভাবে প্রভাবিত করেছে তাঁদের । ETV ভারত সিতারাকে জানালেন চৈতি ।
কলকাতায় ফ্ল্যাটের নিচে গ্যারেজে প্রায় তিনদিন ধরে ত্রাণের সামগ্রী যেমন- চাল, ডাল, বিস্কুটের প্যাকেট, জামাকাপড় প্রভৃতি এক একটি প্যাকেটে ভরেছিলেন চৈতি, অমর্ত্য এবং চৈতির দীর্ঘদিনের সহকারী পাপ্পু যাদব । অভিনেত্রী আমাদের বললেন, "সবটাই আমরা নিজের হাতে করেছি । এই কাজে আমাদের অসম্ভব সাহায্য করেছে পুলিশ । ওখানকার SDPO, OC, আমাদের ওখানে নিয়ে গিয়েছিলেন । সকলকে লাইন করে দাঁড় করিয়ে পুরো বিষয়টা অর্গানাইজ় করেছিলেন । মাটিতে গোল দাগ কেটে দিয়েছিলেন । তা না হলে, সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন ছিল ।"
চৈতি বিশেষভাবে উল্লেখ করেছেন পুলিশকর্মী দীপঙ্করবাবুর কথা । বললেন, "আমফানের আগে ঘরে ঘরে গিয়ে তিনি বলে এসেছিলেন, বাড়ি থেকে না বেরতে । সুন্দরবনের পুলিশ সব ঘরের খবর রাখে । আমি যখন জামাকাপড় তুলে দিচ্ছিলাম মানুষগুলোর হাতে, তখন তাঁরা আমাকে পাস থেকে বলে দিচ্ছিলেন, কাদের বাড়িতে দুটো ছেলে আছে বা মেয়ে আছে, সেই ভাবে জামা দিতে । কোন মানুষগুলো সবচেয়ে বেশি অভাবী, সেগুলোও তাঁরা জানেন । এটা দেখে আমার খুব ভালো লেগেছে ।"
সুন্দরবনে চৈতি এবং অমর্ত্যর সঙ্গে গিয়েছিলেন চৈতির ভাই সোমনাথ ঘোষাল এবং চৈতির দীর্ঘদিনের সহকারী পাপ্পু যাদব । চৈতি বললেন, "আমি বিশেষভাবে উল্লেখ করব পাপ্পুর কথা । ও কিন্তু একজন গরীব মানুষ । ও সমস্ত কিছু করেছে । ওঁর নিজের বাচ্চার যত জামাকাপড় আছে, যেগুলো আর পরবে না, সেগুলো ওঁর বউ বের করে দিয়েছে সুন্দরবনে দেওয়ার জন্য । তাছাড়া যা কাজ করেছে, আমার প্রশংসার ভাষা নেই বলার । আমি ওঁর জন্য খুব গর্বিত ।"