কলকাতা : সামনে এসেছে কেরালার একটি নৃসংশ ঘটনা । যেখানে আনারসের মধ্যে বাজি ভরে তা খাইয়ে হত্যা করা হয়েছে গর্ভবতী হাতিকে । এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায় । এই ঘটনাকে ধিক্কার জানিয়েছেন অনেকেই । সরব হয়েছে একাধিক টলি তারকা ।
এই প্রসঙ্গে পরিচালক মনোজ মিশিগান বলেন, "কয়েকদিন আগে আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম । সেখানে দেখানো হচ্ছিল, মানুষ কীভাবে এই পৃথিবীকে ধ্বংস করছে । আমরা সত্যিই জানি না এটা হাতিকেই খাওয়ানো হয়েছিল কি না, না কি এটা বন্য শুকরের জন্য ছিল । যার জন্যই হোক না কেন, খাবারের মাধ্যমে শরীরে বিস্ফোরক ঢুকিয়ে দেওয়ার বিষয়টা খুবই নিন্দার । খরবটা জানার পর থেকে আমার শরীর কেঁপে উঠছে । আমি শুধু মানসিকতাটা ভাবছি । কতখানি হিংস্র হলে, এটা করা যায় । তাও একটা গর্ভবতী প্রাণীর সঙ্গে । খিদে মেটাতে একটা আনারস খেতে এসেছিল । মানুষই সেই প্রাণী, যারা অন্য প্রাণীকে কষ্ট দিয়ে আনন্দ উপভোগ করে । আমাদের উপর এই যে কোরোনার প্রভাব পড়েছে, আমি বলব খুব ভালো হয়েছে । এরকমভাবে শাস্তি পাওয়া দরকার । হাতির মৃত্যু খবরটা সকাল সকাল আমার মাথা খারাপ করে দিয়েছে । মাথাটাই কাজ করছে না ঠিক করে ।"
এই ঘটনায় সোশাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী । তিনি লেখেন, "হাতিকে হত্যা করার জন্য ফলের মধ্যে বিষ ও বারুদ পুড়ে রাখা হয়েছিল । যা খেয়ে মৃত্যু হয়েছে গর্ভবতী হাতির । এর ফল ভুগতে হবে ।"
এ প্রসঙ্গে শ্রীলেখা মিত্র বলেন, "এতে রেগে যাওয়ারই কথা । এগুলো আমি সহ্য করতে পারি না । এই পোস্টটা অনেকে শেয়ার করেছিল । আমার বারবার মনে হয়, আমাকে মানুষের বাচ্চা বললে গালাগালি দেওয়া হয় । আমাকে কুকুর কিংবা জন্তু জানোয়ারের সঙ্গে তুলনা করলে বেশি খুশি হব । মানুষই ভায়োলেন্স ছড়ায়, ধর্ষণ করে খুন করে । এগুলো অনেকদিন ধরেই চলছে । মানুষ এটা একেবারেই বোঝে না, যে পশুপাখিদেরও বেঁচে থাকার সমান অধিকার আছে । সুতরাং এটা খুবই কষ্টের। আমার মনে হয় আমার মত প্রত্যেক মানুষই এটা নিয়ে কষ্ট পেয়েছে । আজ আমার বাড়ির কুকুরগুলোর সঙ্গে যেটা হয়, সেটাও তো ক্রুয়েলটি । মানুষ পশুদের কষ্ট দিয়ে আনন্দ পায় । এটা একধরনের বর্বরতা, অসভ্যতা । আমার বক্তব্য হল, এটা যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার । সম্প্রতি একটা হনুমানকে মারা হয়েছে । ক্ষমা চাওয়ার পর ছেড়ে দেওয়া হল, সেটা না করে নিদর্শন মূলক শাস্তির ব্যবস্থা করা উচিত । যাতে কেউ ঢিল ছোড়ার আগেও চারবার ভাবে । পুলিশের সমান প্রাধান্য দেওয়া উচিত, মানুষকে খুন করলে সেটাও যেমন শাস্তিযোগ্য অপরাধ । মানুষ যদি পশুকে খুন করে সেটাও তাই । টাকা দিয়ে বেল পেয়ে গেল, সেটা যেন না হয় । এটার জন্য সই কালেক্ট করা দরকার । এরকম একটা পিটিশন হচ্ছে, আমি সই করেছি ।"