মুম্বই, 12 অক্টোবর: কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউডের মেগাস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)৷ তাঁর বড় পুত্র আরিয়ান খান (Aryan Khan) মাদক মামলায় আপাতত জেলবন্দি ৷ এই ঘটনায় বলিউডের বাদশার ভাবমূর্তির উপর প্রভাব পড়তে শুরু করেছে ৷ আরিয়ানের বিরুদ্ধে তদন্ত চলাকালীন তাঁর বাবাকে আর নিজেদের বিজ্ঞাপনে না-দেখানোর সিদ্ধান্ত নিয়েছে এড-টেক কোম্পানি বাইজু'স (Byju's) ৷ শাহরুখকে তারা ব্র্যান্ড অ্যাম্বাস্যাডারের পদ থেকেও সরিয়ে দেবে কি না, তা অবশ্য এখনও স্পষ্ট করা হয়নি ৷ এই খবর প্রকাশ্যে আসতেই কিং খানের সমর্থনে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের সেলেবরা ৷
মুম্বইয়ের ক্রুজে মাদক পার্টি থেকে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকেই খান পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলিউডের নানা সেলিব্রিটি ৷ সলমন খান, হৃত্বিক রোশন, সুজান খান, ফারহা খান, শেখর সুমন, রাজ বব্বর-সহ আরও অনেকে শাহরুখ ও গৌরীকে শক্ত থাকার বার্তা দিয়েছেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷
ছেলে গ্রেফতার হওয়ার পর আর প্রকাশ্যে আসতে দেখা যায়নি শাহরুখ খানকে ৷ তিনি তাঁর পেশাদার জীবনের সব কাজ স্থগিত রেখেছেন ৷ এমনকী স্পেনে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ফিল্মের শুটিং-ও আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কিং খান ৷ এরই মধ্যে বাইজু'সে যে সব বিজ্ঞাপনে শাহরুখের উপস্থিতি রয়েছে, সেগুলি স্থগিত রেখেছে এই কোম্পানি ৷ এই ঘটনায় কিং খানের পাশে দাঁড়িয়েছেন আলি ফজল (Ali Fazal)৷ পিংক ফ্লয়েডের জনপ্রিয় গানের উল্লেখ করে তিনি লিখেছেন, "বাইজু হল দেওয়ালের আর একটা ইট...আজ আমার হেডফোনের থেকেও জোরে তারা বাজছে ৷" গানটির কথাগুলি হল, "উই ডোন্ট নিড নো এডুকেশন ৷" আলি ফজলের টুইটটি রিটুইট করেছেন রিচা চাড্ডা ৷
আরও পড়ুন:Aryan Khan: আজও মিলল না মুক্তি, আরিয়ানের জামিনের আবেদনের শুনানি বুধবার
অঞ্জনা সুখানি তাঁর টুইটে লিখেছেন, "বন্ধুরা, শাহরুখের জনপ্রিয়তা, চার্মের কোনও বিকল্প হয় না ৷ তিনি কিং খান হিসেবে যে অবদান রেখেছেন, তার মূল্য তাঁর বর্তমান দুঃখজনক ঘটনার থেকে অনেক বেশি ৷ বিশ্বজুড়ে তাঁর ভক্ত ও অনুগামীদের শক্তিকে ছোট বলে মনে করবেন না ৷"