পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Shah Rukh Khan: আরিয়ান কাণ্ডে বাইজু'সের বিজ্ঞাপন আপাতত শাহরুখবিহীন, গর্জে উঠলেন সেলেবরা - Ali Fazal

আরিয়ান খানের (Aryan Khan) গ্রেফতারির জের ৷ তাঁদের যে বিজ্ঞাপনে শাহরুখ খানের (Shah Rukh Khan) উপস্থিতি রয়েছে, তা আপাতত বন্ধ রাখছে বলে জানিয়েছে বাইজু'স (Byju's)৷ তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন সেলেবরা ৷

Aryan Khan: Byju's halts ads featuring Shah Rukh Khan, celebrities react
আরিয়ান কাণ্ডে বাইজু'সের বিজ্ঞাপন আপাতত শাহরুখবিহীন, গর্জে উঠলেন সেলেবরা

By

Published : Oct 12, 2021, 11:46 AM IST

মুম্বই, 12 অক্টোবর: কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউডের মেগাস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)৷ তাঁর বড় পুত্র আরিয়ান খান (Aryan Khan) মাদক মামলায় আপাতত জেলবন্দি ৷ এই ঘটনায় বলিউডের বাদশার ভাবমূর্তির উপর প্রভাব পড়তে শুরু করেছে ৷ আরিয়ানের বিরুদ্ধে তদন্ত চলাকালীন তাঁর বাবাকে আর নিজেদের বিজ্ঞাপনে না-দেখানোর সিদ্ধান্ত নিয়েছে এড-টেক কোম্পানি বাইজু'স (Byju's) ৷ শাহরুখকে তারা ব্র্যান্ড অ্যাম্বাস্যাডারের পদ থেকেও সরিয়ে দেবে কি না, তা অবশ্য এখনও স্পষ্ট করা হয়নি ৷ এই খবর প্রকাশ্যে আসতেই কিং খানের সমর্থনে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের সেলেবরা ৷

মুম্বইয়ের ক্রুজে মাদক পার্টি থেকে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকেই খান পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলিউডের নানা সেলিব্রিটি ৷ সলমন খান, হৃত্বিক রোশন, সুজান খান, ফারহা খান, শেখর সুমন, রাজ বব্বর-সহ আরও অনেকে শাহরুখ ও গৌরীকে শক্ত থাকার বার্তা দিয়েছেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷

ছেলে গ্রেফতার হওয়ার পর আর প্রকাশ্যে আসতে দেখা যায়নি শাহরুখ খানকে ৷ তিনি তাঁর পেশাদার জীবনের সব কাজ স্থগিত রেখেছেন ৷ এমনকী স্পেনে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ফিল্মের শুটিং-ও আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কিং খান ৷ এরই মধ্যে বাইজু'সে যে সব বিজ্ঞাপনে শাহরুখের উপস্থিতি রয়েছে, সেগুলি স্থগিত রেখেছে এই কোম্পানি ৷ এই ঘটনায় কিং খানের পাশে দাঁড়িয়েছেন আলি ফজল (Ali Fazal)৷ পিংক ফ্লয়েডের জনপ্রিয় গানের উল্লেখ করে তিনি লিখেছেন, "বাইজু হল দেওয়ালের আর একটা ইট...আজ আমার হেডফোনের থেকেও জোরে তারা বাজছে ৷" গানটির কথাগুলি হল, "উই ডোন্ট নিড নো এডুকেশন ৷" আলি ফজলের টুইটটি রিটুইট করেছেন রিচা চাড্ডা ৷

আরও পড়ুন:Aryan Khan: আজও মিলল না মুক্তি, আরিয়ানের জামিনের আবেদনের শুনানি বুধবার

অঞ্জনা সুখানি তাঁর টুইটে লিখেছেন, "বন্ধুরা, শাহরুখের জনপ্রিয়তা, চার্মের কোনও বিকল্প হয় না ৷ তিনি কিং খান হিসেবে যে অবদান রেখেছেন, তার মূল্য তাঁর বর্তমান দুঃখজনক ঘটনার থেকে অনেক বেশি ৷ বিশ্বজুড়ে তাঁর ভক্ত ও অনুগামীদের শক্তিকে ছোট বলে মনে করবেন না ৷"

টিভি অভিনেতা নকুল মেহতা (Nakuul Mehta) বাইজু'সকে একহাত নিয়ে লিখেছেন, "খুনের অভিযোগে ছেলে গ্রেফতার হওয়ার পর মন্ত্রীকে সরিয়ে দেওয়া হল ! ক্লাস, বাইজু'স ৷"

আরও পড়ুন:Hrithik Kangana: বলিউডের মাফিয়া পাপ্পুরা আরিয়ানের পাশে, হৃত্বিকের খোলা চিঠিতে বিস্ফোরণ কঙ্গনার

ডিজাইনার ফারাহ খান আলি আবার লিখেছেন, "যে ব্র্যান্ডগুলি এসআরকে-র বিজ্ঞাপন তুলে নিচ্ছে, তাদের সম্পর্কে কিছু পড়ুন ৷ যে ব্র্যান্ডগুলো এই কাজ করছে, তাদের থেকে ব্র্যান্ড এসআরকে অনেক বড় ব্র্যান্ড ৷ আরও শক্তিশালী হোন শাহরুখ খান ৷"

আরও পড়ুন:Aryan Khan: মিলল না জামিন, আপাতত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানের

এ দিকে, সোমবারও মুক্তি পাননি আরিয়ান খান ৷ তাঁর জামিনের জন্য বিশেষ এনডিপিএস আদালতে আবেদন (Bail plea) করেছিলেন তাঁর আইনজীবী ৷ মামলার শুনানি যাতে গতকালই হয়, সেই চেষ্টাও করা হয়েছিল ৷ তবে এনসিবি এ ব্যাপারে তাদের বিবৃতি দিতে না-পারায়, আদালত জানিয়েছে মামলার শুনানি হবে আগামী বুধবার ৷ এই আবেদন মঞ্জুর না-হলে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আরিয়ানের আইনজীবী ৷

আরও পড়ুন:Sameer Wankhede: এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের গতিবিধিতে নজরদারি মুম্বই পুলিশের !

ABOUT THE AUTHOR

...view details