পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রেমদিবসের আগে সামনে এল 'মুখার্জিদা'-দের লাভ স্টোরি - Anusuya Mazumdar

শাশুড়ি-বউমার সম্পর্কের টানাপোড়েনের গল্প 'মুখার্জিদার বউ'। কিন্তু, শুধু কি শাশুড়ি-বউমার সম্পর্ক দেখানো হবে নাকি ছবিতে, না তেমনটা নয়। তাই তো ছবিতে আছে কনীনিকা-বিশ্বনাথের রোম্যান্টিক গানও। কিন্তু, বাস্তবের মুখার্জিদার ঠিক কেমন, তাঁরা কতটা রোম্যান্টিক। কী বলছেন মুখার্জিদা ও তাঁর ঘরনিরা ?

মুখার্জিদার বউয়ের পোস্টার

By

Published : Feb 9, 2019, 7:41 AM IST

সামনে এসেছে মুখার্জিদার বউ ছবির দ্বিতীয় বাজ় ভিডিও। এর আগের ভিডিয়োটি ছিল বাপেরবাড়ি-শ্বশুরবাড়ির দৈরত নিয়ে। এবারের বাজ় ভিডিয়োটি তৈরি হয়েছে ভ্যালেন্টাইনস ডে'কে মাথায় রেখে। সেখানে বিবাহিত কাপলদের দাম্পত্যজীবন নিয়ে কিছু প্রশ্ন করা হয়। যেমন, কবে তাদের বিয়ে হয়েছে? জানতে চাওয়া হয়েছে সেই বিয়ে প্রেমের না সম্বন্ধ করে? বিয়ের পর কি ভ্যালেন্টাইনস ডে পালন করেন তাঁরা? আর এত শত প্রশ্নের মজার মজার উত্তর দেন সাধারণ মানুষ।

শাশুড়ি-বউমা সম্পর্কের কাহিনি বলবে মুখার্জির বউ। ছবির চিত্রনাট্যকার সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। এবং অন্যান্য কলাকুশলী এবং টেকনিশিয়ানরা মহিলা। সেই কারণে ৮ মার্চ, অর্থাৎ নারী দিবসের দিনই মুক্তি পাচ্ছে মুখার্জিদার বউ। ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কেমন হবে মুখার্জিদার বউ? তার জন্য অপেক্ষা করতে হবে ৮ মার্চ পর্যন্ত।

ABOUT THE AUTHOR

...view details