পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

2015-তে তৈরি 'বুদ্ধভুতুম' মুক্তি পাচ্ছে এই সেপ্টেম্বরে - bangla movie

'বুদ্ধভুতুম' ঠাকুরমার ঝুলি থেকে উঠে আসা একটি রূপকথার গল্প । রয়েছে এক রাজা ও তাঁর তিন রানি । রয়েছে রাজকন্যা-রাজপুত্র, রাক্ষস-খোক্ষস । ছবিটির অনেকটাই তৈরি হয়েছে অ্যানিমেশনের উপর । 2015 সালে তৈরি এই ছবি মুক্তি পেতে চলেছে এই মাসে ।

বুদ্ধভুতুম

By

Published : Sep 10, 2019, 7:53 AM IST

Updated : Sep 10, 2019, 9:02 AM IST

কলকাতা : সম্প্রতি মুক্তি পেতে চলেছে নীতিশ রায় পরিচালিত অ্যানিমেটেড বাংলা ছবি 'বুদ্ধভুতুম' । ছবিটি 2015 সালে তৈরি করেছিলেন তিনি । ছবির পোস্টার লঞ্চে উপস্থিত ছিলেন ছবির কাস্ট । নীতিশ রায় স্বনামধন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত আর্ট ডিরেক্টর । 'খারিজ', 'মান্ডি', 'লেকিন', 'ঘায়েল'-র মতো ছবিতে কাজ করেছেন ।

'বুদ্ধভুতুম' ঠাকুরমার ঝুলি থেকে উঠে আসা একটি রূপকথার গল্প । রয়েছে এক রাজা ও তাঁর তিন রানি । রয়েছে রাজকন্যা-রাজপুত্র, রাক্ষস-খোক্ষস । ছবিটির অনেকটাই তৈরি হয়েছে অ্যানিমেশনের উপর ।

ছবিতে বিরাটগড়ের রাজার চরিত্রে অভিনয় করেছেন কৌশিক চক্রবর্তী । মন্ত্রীর চরিত্রে রয়েছেন শংকর চক্রবর্তী । সেনা প্রধানের চরিত্রে গৌতম হালদার । বড় রানির চরিত্রে লকেট চ্যাটার্জি, মেজো রানি কণিনিকা ব্যানার্জি, ছোটো রানি দেবলীনা কুমার । রাজপুত্রদের চরিত্রে সায়ন্তন হালদার, সুজয় সাহা । রাজকন্যা ভুতুমের চরিত্রে মানালি দে ।

ছবির পরিচালনা, স্ক্রিনপ্লে ও প্রোডাকশন ডিজ়াইন করেছেন নীতিশ রায় নিজেই । চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে ছিলেন কৌশিক বন্দ্যোপাধ্যায় । ক্যামেরার কাজ করেছেন মৃন্ময় মণ্ডল । আবহসংগীত করেছেন সঞ্জয়-রাজি । রূপকথার গল্পে বিশেষ গুরুত্ব থাকে পোশাকের । ছবির পোশাক পরিকল্পনার দায়ত্বে ছিলেন অনিন্দিতা নাচ পুরকাইত । VFX-র কাজ করেছে স্টুডিয়ো ১৫ ।

ছবি নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন ছবির অভিনেতা-অভিনেত্রীরা ।

ভিডিয়োয় শুনুন অভিনেতাদের বক্তব্য
Last Updated : Sep 10, 2019, 9:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details