পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পুজোয় শুধুমাত্র জোগাড় নয়, এবার মন্ত্রোচ্চারণও করবে মেয়েরা - শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবি

মুক্তি পেল 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবির ট্রেলার । সমাজে প্রচলিত পুরোনো ধারণার বিরুদ্ধে গিয়ে এক মহিলা পুরোহিতের লড়াইয়ের গল্প বলবে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি । ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী ।

Bromha Janen Gopon Kommoti trailer
Bromha Janen Gopon Kommoti trailer

By

Published : Feb 10, 2020, 8:12 PM IST

কলকাতা : মেয়েদের শরীর-মন পবিত্র নয়, তারা ঋতুমতী । এই অপবিত্র শরীর নিয়ে কি পুজো করা যায় ? বহু যুগ ধরে এই ধারণার উপর ভিত্তি করে মেয়েদের কোনও পুজো বা অনুষ্ঠানে বেদের মন্ত্রোচ্চারণ থেকে বিরত রেখেছিল পুরুষ সমাজ । তবে সেই ধারণাকেই প্রশ্নের মুখে দাঁড় করাবে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ।

তবে এই ছবির অনুপ্রেরণা বাস্তব থেকেই উঠে এসেছে । শিক্ষিকা গৌরি ধর্মপালের দেখানো পথে পৌরহিত্য করেন নন্দিনী ভৌমিক । তাঁর জীবন অবলম্বনেই তৈরি হয়েছে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ।

ছবির দৃশ্য

ঋকবেদে লেখা বিয়ের সংস্কৃত মন্ত্রগুলিকে ছন্দবদ্ধ বাংলায় অনুবাদ করেছিলেন গৌরি ধর্মপাল । বাদ দিয়েছিলেন নারীদের অবমাননাকর আচারগুলো । সেই বিবাহপদ্ধতিতে মালাবদল, শুভদৃষ্টি, সপ্তপদী, সিঁদুরদান, সবই আছে । নেই কন্যাদান বা পিঁড়িতে করে কনেকে নিয়ে আসার মতো নিয়মগুলো । সেভাবেই বিয়ে দিয়ে থাকেন ছবির নায়িকা শবরী । সেই চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী ।

ছবির দৃশ্য

ঋতাভরীকেই বলা যেতে পারে এই ছবির মেরুদণ্ড । সেই দিক থেকে এই ছবি তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় টার্নিং পয়েন্ট হতে পারে । নিজের শরীরী ভাষা, উচ্চারণ, চলন-বলন সবকিছুর মধ্যেই বিদূষী নন্দিনীকে ফুটিয়ে তুলেছেন ঋতাভরী ।

নারী দিবসের প্রাক্কালে 6 মার্চ মুক্তি পাবে শিবপ্রসাদ মুখাপোধ্যায় - নন্দিতা রায় প্রযোজিত 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' । দেখে নিন সেই ট্রেলার...

ABOUT THE AUTHOR

...view details