মুম্বই, 25 মে :ঘূর্ণিঝড় তখতের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে অজয় দেবগণের ময়দান ফিল্মের সেট ৷ তবে সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে বলে জানালেন প্রযোজক বনি কাপুর ৷ যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই হৃদয়বিদারক দৃশ্য সামনে থেকে দেখা এড়াতে এখনও সেখানে পরিদর্শনে যাননি ৷
গত বছর করোনাভাইরাসের কারণে পিছিয়ে গিয়েছিল ময়দান ফিল্মের শ্যুটিং ৷ এ ছাড়াও প্রবল বৃষ্টির কারণে গুরগাঁও ফিল্ম সিটিতে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় ফিল্মের সেট ৷ পরে তা পুনরায় নির্মাণ করতে হয় ৷ আবারও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ধুলিসাত্ ময়দানের সেট ৷ শ্যুটিংস্থল ছাড়াও মনিটর রুম, 8-10টি মেক-আপ রুম, প্রায় 30টি শৌচালয়, প্রোডাকশন অফিস ও অন্যান্য এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এখনও সেট পরিদর্শনে যাওয়া হয়নি বলে জানিয়েছেন 65 বছরের প্রযোজক ৷