মুম্বই : হৃদরোগে আক্রান্ত কপিল দেব । দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে । অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তাঁর । আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । চিকিৎসক অতুল মাথুরের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে ।
বিশ্বকাপজয়ী প্রাক্তন এই ক্রিকেট অধিনায়কের অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়ে ক্রীড়া মহল । প্রত্যেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন । ক্রীড়া মহলের পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন একাধিক বলি তারকা । সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান থেকে শুরু করে রীতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি সহ আরও অনেকেই ।
টুইটারে শাহরুখ লেখেন, "খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ! আপনার বোলিং ও ব্যাটিংয়ের মতো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনা করি । অনেক ভালোবাসা"।
আফতাব শিবদাসানি লেখেন, "দ্রুত সুস্থ হয়ে উঠুন, অনেক শুভেচ্ছা পাজি ।"