পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Bollywood Tollywood Republic day wish: 73তম সাধারণতন্ত্র দিবসে অনুরাগীদের শুভেচ্ছা জানাল বলিউড ও টলিউড - bollywood and tollywood stars wish their fans on the republic day

73তম সাধারণতন্ত্র দিবসে অনুরাগীদের শুভেচ্ছা জানাল বলিউড এবং টলিউড তারকারা (Bollywood and Tollywood Stars share their Republic day wishes) ৷ একদিকে যেমন শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন, করিনা কাপুর, শাহীদ কাপুররা তেমনি সকলকে শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ, ঋতুপর্ণাও ৷

Bollywood and Tollywood Stars share their Republic day wishes
73 তম প্রজাতন্ত্র দিবসে অনুরাগীদের শুভেচ্ছা জানাল বলিউড এবং টলিউড

By

Published : Jan 26, 2022, 4:11 PM IST

মুম্বই, 26 জানুয়ারি: দেশব্যাপী পালিত হচ্ছে 73তম সাধারণতন্ত্র দিবস ৷ সকাল থেকেই সেজে উঠেছে দিল্লি থেকে কলকাতা ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানিয়েছে বিনোদন জগতও ((Bollywood and Tollywood Stars share their Republic day wishes) ) ৷ একদিকে যেমন বলিউড থেকে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন, করিনা কাপুর, শাহীদ কাপুর, করণ জোহর, ক্যাটরিনা কাইফ, সুনীল শেট্টিরা তেমনি অন্যদিকে শুভেচ্ছা জানিয়েছেন টলিস্টাররাও ৷ ফ্যানেদের উদ্দেশ্য়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত সকলেই ৷

নিজের অনুরাগীদের উদ্দেশ্যে তেরঙা পতাকা ছবি শেয়ার করে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান বিগ বি ৷ তিনি লেখেন, "সকলকে সাধারণতন্ত্র দিবসের অনেক অনেক শুভকামনা ৷"

আজকের তারিখ উল্লেখ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করিনা লেখেন, "শুভ সাধারণতন্ত্র দিবস 26.01.22, জয়হিন্দ ৷"

করিনা কাপুর

একইভাবে ইনস্টা স্টোরিতে "শুভ সাধারণতন্ত্র দিবস, জয়হিন্দ ৷" লিখে সকলকে শুভেচ্ছা জানান ক্যাটরিনা কাইফও ৷

ক্যাটরিনা কাইফ

অভিনেত্রী কায়রা আদবানী লেখেন "শুভ সাধারণতন্ত্র দিবস 26.01.22"

কায়রা আদবানী

পরিচালক করণ জোহর লিখেছেন, "আমদের সাধারণতন্ত্রের চেতনাকে আমারা যেন ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি এবং লালন এবং উদযাপন করতে পারি আমাদের সংবিধানকে যে স্তম্ভটি দেশের মূল্যবোধকে সমুন্নত রাখে এবং এক ঐক্যের সুতোয় বেঁধে রাখে! জয় হিন্দ!"

একটু আলাদাভাবে সকলকে শুভেচ্ছা জানান শাহিদ কাপুর ৷ তিনি ব্যবহার করেছেন ডাকবিভাগের জারি করা একটি বিশেষ স্ট্য়াম্প ৷ এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, "সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা ৷"

শাহীদ কাপুর

সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সুনীল শেট্টিও ৷

সুনীল শেট্টি

অন্যদিকে নিজের অনুরাগীদের তেরঙা পতাকার ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎও ৷

অভিনেত্রী ঋতুপর্ণাও এদিন সকলের উদ্দেশ্যে লেখেন "স্মরণ করছি সেই সমস্ত বীর জওয়ানদের , যাঁরা দেশের স্বাধীনতার জন্য় নিজেদের প্রাণ দিয়েছিলেন ৷ শুভ প্রজাতন্ত্র দিবস ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details