মুম্বই, 26 জানুয়ারি: দেশব্যাপী পালিত হচ্ছে 73তম সাধারণতন্ত্র দিবস ৷ সকাল থেকেই সেজে উঠেছে দিল্লি থেকে কলকাতা ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানিয়েছে বিনোদন জগতও ((Bollywood and Tollywood Stars share their Republic day wishes) ) ৷ একদিকে যেমন বলিউড থেকে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন, করিনা কাপুর, শাহীদ কাপুর, করণ জোহর, ক্যাটরিনা কাইফ, সুনীল শেট্টিরা তেমনি অন্যদিকে শুভেচ্ছা জানিয়েছেন টলিস্টাররাও ৷ ফ্যানেদের উদ্দেশ্য়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত সকলেই ৷
নিজের অনুরাগীদের উদ্দেশ্যে তেরঙা পতাকা ছবি শেয়ার করে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান বিগ বি ৷ তিনি লেখেন, "সকলকে সাধারণতন্ত্র দিবসের অনেক অনেক শুভকামনা ৷"
আজকের তারিখ উল্লেখ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করিনা লেখেন, "শুভ সাধারণতন্ত্র দিবস 26.01.22, জয়হিন্দ ৷"
একইভাবে ইনস্টা স্টোরিতে "শুভ সাধারণতন্ত্র দিবস, জয়হিন্দ ৷" লিখে সকলকে শুভেচ্ছা জানান ক্যাটরিনা কাইফও ৷
অভিনেত্রী কায়রা আদবানী লেখেন "শুভ সাধারণতন্ত্র দিবস 26.01.22"