মৌমাছির আক্রমণে হয়রান বনি-কৌশানি! - টলিউড
রাঁচিতে শুটিং করতে গিয়ে এ কী কাণ্ড! চলছিল অনুপ সেনগুপ্তর পরিচালনায় 'জানবাজ' ছবির শুটিং। ফ্লোরে উপস্থিত বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। এমন সময়ে হামলা করল ঝাঁকে ঝাঁকে মৌমাছিরা। মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে পড়েন ইউনিটের অনেকে। বন্ধ থাকে শুটিং।
কৌশানি মুখোপাধ্যায়
কলকাতা : কমার্শিয়াল ছবি 'জানবাজ'-এর আউটডোর শুটিংয়ে চলছিল একটি গানের সিকোয়েন্স সুট। আর এখন ড্রোন ক্যামেরার ব্যবহার বেড়েছে ভারতীয় ছবিতে। বড় পরদায় এই বিশেষ ক্যামেরার প্রয়োজনীয়তাও বেড়েছে। এই ছবির শুটিংয়েও ড্রোন উড়ছিল নিজের মতো।
...তা বনি কৌশানি দিব্যি গানের সঙ্গে লিপ মিলিয়ে শুটিং করছেন। আর ড্রোনের লেন্সে তার রেকর্ডিং চলছে। সামনেই একটি গাছে ছিল বিরাট মৌমাছির চাক। ড্রোনের ঘংঘং আওয়াজে চাক ভেঙে যায়। আর ঘটে যায় এক মারাত্মক বিপত্তি।
Last Updated : Jun 12, 2019, 3:31 PM IST