পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

টলি পাড়ার উপস্থিতিতেই বিয়ে সারলেন পায়েল-জয়ী ? - জয়ী ও পায়েল

টলি পাড়ার উপস্থিতিতে বিয়েটা সেরে ফেললেন পায়েল সরকার ও জয়ী দেবরায় ? তাঁর শেয়ার করা ছবি অন্তত সেই কথাই বলছে ।

Biye.com by Joyee and Payel
Biye.com by Joyee and Payel

By

Published : Feb 28, 2020, 2:45 PM IST

কলকাতা : শহর জুড়ে এখন প্রেমের মরশুম । বসন্তের হাওয়ায় প্রেমে পড়ার আমেজই আলাদা । প্রেমের হাওয়া টলি পাড়াতেও । কয়েকদিন আগেই বিয়ে সেরেছেন সৃজিত-মিথিলা, দীপঙ্কর-দোলন, প্রীতি ও রাহুল, মল্লিকা ও সৌমেন, দেবপর্ণা-শুভ্রজ্যোতির মতো তারকারা । এবার কি সেই তালিকায় নাম জুড়ল পায়েল-জয়ীর ?

জয়ীর শেয়ার করা কয়েকটি ছবি দেখে মনে এই প্রশ্ন জাগলেও, উত্তর খুঁজে পাওয়া গেল জয়ীর লেখা ক্যাপশনেই । ছবিটি আসলে 'বিয়ে ডট কম'-এর একটি শুটিং ফ্লোরে তোলা । শুটিং শেষে ব়্যাপ আপ ছবিটা বিয়ের পোশাক পরেই তুললেন জয়ী আর পায়েল । সঙ্গে দিল কলাকুশলীরা ।

হ্যাঁ, এই ছবিটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত 'বিয়ে ডট কম'-এর সেটে তোলা । ছবিতে পায়েল আর জয়ীয়ের সঙ্গে রয়েছেন এক রিয়েল লাইফ কাপল, বনি-কৌশানি । ফ্রেমে ধরা দিলেন তাঁরাও ।

জয়ী লিখেছেন, "আমরা বিয়ে ডট কম-এর শুটিং শেষ করলাম স্টাইলে । ব্রিলিয়ান্ট ও গর্জাস কো-স্টার, কিউটেস্ট পরিচালকদ্বয়, কুল প্রোডিউসার ও হার্ডওয়ার্কিং টিম । আর কী চাই ?"

জয়ীকে এতদিন 'হৃদয়হরণ বি এ পাস' ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছিল । আর অন্য়দিকে পায়েলের সাম্প্রতিকতম কাজ 'শব্দজব্দ' ওয়েব সিরিজ় ।

অনেকেই তাঁদের এই বিয়ের স্টিল দেখে আশা করেছিলেন বিয়েটা সেরেই ফেললেন তারকাদ্বয় । তবে আসল কথাটা বুঝতে পেরে হতাশ অনুরাগীরা ।

ABOUT THE AUTHOR

...view details