কলকাতা : অন্ধকার রাস্তা । তার উপর পড়ে রয়েছে একটি মৃতদেহ । রক্তে ভেসে যাচ্ছে চারিপাশ । মৃতদেহের পাশেই দাঁড়িয়ে রয়েছে একটি গাড়ি । আসলে একটা ক্রাইম দৃশ্যের ছবি তুলে ধরা হয়েছে পোস্টারে । আর এই পোস্টারের মাধ্যমেই আপকামিং ছবির কথা ঘোষণা করলেন পরিচালক বিরসা দাশগুপ্ত ।
ছবির নাম 'সাইকো'। এটি একটি সাইকোলজিকাল থ্রিলার । মুখ্যচরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, চান্দ্রেয়ী ঘোষ, পায়েল দেসহ আরও অনেকে ।
ছবির গল্প সম্পর্কে জানা গিয়েছে, একের পর এক অপহরণ করে নেওয়া হয় কয়েকজন পুলিশকর্মীকে । আর কয়েকদিন পরই তাদের মৃতদেহ পাওয়া যায় । নির্দিষ্ট একটি বয়সের পুলিশকর্মীদেরই এই টার্গেট বানানো হয় । আর ঠিক সেই সময় পুলিশে চাকরি পায় সাইকোলজির ছাত্র কিংশুক । সে কি পারবে এই রহস্যের কিনারা করতে ? নাকি তাকেও বানানো হবে টার্গেট ? তা জানতে গেলে ছবিটা অবশ্যই দেখতে হবে । কিংশুকের চরিত্রে দেখা যাবে অনির্বাণকে ।