পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Exclusive : বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা পদে বিপ্লব চট্টোপাধ্যায় - kolkata

বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা পদে যোগ দিলেন ।

বিপ্লব চট্টোপাধ্যায়

By

Published : Jul 14, 2019, 1:46 PM IST

কলকাতা : বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা পদে নিযুক্ত হলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় । পরিষদের পক্ষ থেকে ETV ভারত সিতারাকে সেই কথাই জানালেন শঙ্কুদেব পণ্ডা ।

মৌখিক আলোচনার পর বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের তরফে বিপ্লব চট্টোপাধ্যায়কে ১০ জুলাই লিখিতভাবে একটি চিঠি দেওয়া হয় । যার বয়ানে লেখা, "পূর্ব আলোচনার ভিত্তিতে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ জানাচ্ছে যে, এই লড়াইয়ে বিপ্লব চট্টোপাধ্যায়কে উপদেষ্টা হিসেবে পেয়ে পরিষদ অত্যন্ত সমৃদ্ধ বোধ করছে । আমরা আশা করি, আপনি আমাদের প্রস্তাবে সাড়া দেবেন ।"

শঙ্কুদেব পণ্ডা ও বিপ্লব চট্টোপাধ্যায়

চিঠিতে সই করেন বিপ্লব চট্টোপাধ্যায়। এই সেই চিঠি।

পরিষদের চিঠিতে সই করেন বিপ্লব চট্টোপাধ্যায়

বিপ্লব চট্টোপাধ্যায় ETV ভারত সিতারাকেবলেন, " এটা ভালো প্রচেষ্টা এইটুকুই বলতে পারি । কিন্তু কোনও রাজনৈতিক রঙের মধ্যে আমি নেই । কেননা, রাজনীতি আমাদের শেষ করে দিচ্ছে । কে কোন দলে যাবে, কত টাকা পাওয়া যাবে, এই মতলবে সবাই রয়েছে । আমি গোড়াতেই বলেছি কোন রাজনৈতিক প্লাটফর্মে আমি নেই । এই প্রচেষ্টা ভালো । তাই যুক্ত হয়ে ভালো লাগছে ।"

ABOUT THE AUTHOR

...view details